ইউএনআরডব্লিউএ আরও জানায়, শীত আসার আগে থেকেই লাখ লাখ ফিলিস্তিনি পরিবার তাঁবুতে দিন কাটাচ্ছে। তারা অত্যন্ত সংকীর্ণ জায়গায় গাদাগাদি অবস্থায় থাকছে এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সমস্যার মুখে পড়ার পাশাপাশি মৌলিক নানা বিষয়ও নিশ্চিত করতে লড়তে হচ্ছে তাদের।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর থেকে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও দখলদার বাহিনী প্রতিদিনই এই চুক্তি লঙ্ঘন করছে। যার ফলে শত শত ফিলিস্তিনি হতাহত হচ্ছেন এবং খাবার ও চিকিৎসাসামগ্রী গাজার ভেতরে প্রবেশেও বাধা তৈরি হচ্ছে।
ন পর্যন্ত ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৭০ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 
























