সাবেক স্ত্রী রিয়া মনির করা হত্যাচেষ্টা ও মারধরের মামলায় গ্রেপ্তারের ঘণ্টা কয়েক পর কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম জামিন পেয়েছেন। শনিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তাঁর জামিনের আদেশ দেন।
এর আগে দুপুরে পশ্চিম রামপুরার উলন এলাকা থেকে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলম ও তাঁর সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গত ১২ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানা অনুসারেই হিরো আলমকে গ্রেপ্তার করা হয়।
হাতিরঝিল থানার ওসি রাজু আহমেদ বলেন, সাবেক স্ত্রীর করা মামলায় হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। হিরো আলমের পক্ষের আইনজীবীরা তাঁর জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারক ২০০ টাকা মুচলেকায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।
গত ২৩ জুন হাতিরঝিল থানায় হিরো আলমের বিরুদ্ধে মামলা করেন রিয়া মনি। এজাহারে বলা হয়, মনোমালিন্য থেকে রিয়া মনিকে তালাক দেওয়ার পর বাসা থেকে বের করে দেন হিরো আলম। পরে রিয়া মনি পরিবারের লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে হিরো আলমসহ অচেনা ১০-১২ জন গালমন্দ করেন। পরবর্তী সময়ে আসামি হিরো আলমসহ ১০-১২ জন বেআইনিভাবে বাদীর বর্তমান বাসায় প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে কাঠের লাঠি দিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি মারধর করে। এতে বাদীর শরীরে জখম হয়। এ সময় তাঁর গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের হার চুরি করে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























