বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকার সড়ক ও জনপথ (সওজ) অফিসের সামনে পার্কিং অবস্থায় থাকা একটি নাফ মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে মিনিবাসটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটি (ঢাকা মেট্রো জ-১১-০৩৩৮) শুক্রবার রাত ১০টার দিকে চালক চিটাগং রোড সওজ অফিসের সামনে পার্কিং করেন।

শনিবার ভোরে স্থানীয়রা বাস থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে বাসটির সিট, গ্লাসসহ ভেতরের অংশ পুড়ে যায়। তবে ঘটনার সময় বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনূর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ড

প্রকাশিত সময় : ০৪:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল এলাকার সড়ক ও জনপথ (সওজ) অফিসের সামনে পার্কিং অবস্থায় থাকা একটি নাফ মিনিবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে মিনিবাসটিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিদ্ধিরগঞ্জ থানা সূত্রে জানা যায়, মিনিবাসটি (ঢাকা মেট্রো জ-১১-০৩৩৮) শুক্রবার রাত ১০টার দিকে চালক চিটাগং রোড সওজ অফিসের সামনে পার্কিং করেন।

শনিবার ভোরে স্থানীয়রা বাস থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে বাসটির সিট, গ্লাসসহ ভেতরের অংশ পুড়ে যায়। তবে ঘটনার সময় বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনূর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।