বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীদের গুলি, বিঁধল গৃহবধূর বুকে

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় এবার মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছে র‌্যাবের গোয়েন্দা দল। এ ঘটনায় জবা আক্তার (২২) নামে একজন গৃহবধু গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) বিকেলে পশ্চিম মাইসদাইর বালুরমাঠ এলাকার গাইবান্ধা বাজারে এ ঘটনা ঘটে।

একদিন আগে একই স্থানে কৃষকদল নেতার উপর প্রকাশ্যে হামলা ও গুলির ঘটনা ঘটে। এরপর অভিযুক্ত মাদক ব্যবসায়ী জাহিদকে ধরতে র‌্যাবের তৎপরতা শুরু হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার বিকেলে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল গাইবান্ধা বাজার এলাকায় পৌঁছালে জাহিদ ও তার সহযোগীরা গুলি ছুড়ে। এ সময় জাহিদের ছোড়া গুলি স্থানীয় এক বাড়ির রান্নাঘরে থাকা জবা আক্তারের বুকে লাগে। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় মাসদাইর এলাকায় নাসিক ১৩নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান পারভেজের ওপর গুলির ঘটনা ঘটায় জাহিদ ও তার সহযোগীরা। ঘটনার পর থেকেই র‌্যাব-১১ জাহিদকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

জবা আক্তারের স্বামী রহিম উদ্দিন জানান, তার স্ত্রী রান্না করছিলেন। হঠাৎ গুলি এসে তার বুকে লাগে। কীভাবে বা কোথা থেকে গুলি এসেছে তা তিনি নিশ্চিত নন।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, শনিবারের ঘটনার পর থেকেই জাহিদকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে রোববার এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে শনিবার বিকেলে জাহিদ ও তার লোকজন পারভেজকে কুপিয়ে গুরুতর আহত করে এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা লক্ষ্যভ্রষ্ট হয়। সন্ত্রাসী জাহিদের নামে ৩টি হত্যা মামলা রয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন বলেন, শনিবারের ঘটনার র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। সেই প্রেক্ষিতে শুরু হয় তাদের অবস্থান শনাক্ত করা। পাশাপাশি আমাদের আভিযানিক দলটিও সেই স্থানের উদ্দেশ্যে রওয়ানা হয়। তবে আমাদের দলটি পৌঁছানোর আগেই জাহিদ ও তার দল বুঝে ফেলে। আর তখনই তারা গুলি ছুড়ে। এতে এক বাড়িতে থাকা নারী গুলিবিদ্ধ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

র‌্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীদের গুলি, বিঁধল গৃহবধূর বুকে

প্রকাশিত সময় : ১০:৩৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় এবার মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছে র‌্যাবের গোয়েন্দা দল। এ ঘটনায় জবা আক্তার (২২) নামে একজন গৃহবধু গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) বিকেলে পশ্চিম মাইসদাইর বালুরমাঠ এলাকার গাইবান্ধা বাজারে এ ঘটনা ঘটে।

একদিন আগে একই স্থানে কৃষকদল নেতার উপর প্রকাশ্যে হামলা ও গুলির ঘটনা ঘটে। এরপর অভিযুক্ত মাদক ব্যবসায়ী জাহিদকে ধরতে র‌্যাবের তৎপরতা শুরু হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রোববার বিকেলে র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল গাইবান্ধা বাজার এলাকায় পৌঁছালে জাহিদ ও তার সহযোগীরা গুলি ছুড়ে। এ সময় জাহিদের ছোড়া গুলি স্থানীয় এক বাড়ির রান্নাঘরে থাকা জবা আক্তারের বুকে লাগে। পরে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় মাসদাইর এলাকায় নাসিক ১৩নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান পারভেজের ওপর গুলির ঘটনা ঘটায় জাহিদ ও তার সহযোগীরা। ঘটনার পর থেকেই র‌্যাব-১১ জাহিদকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

জবা আক্তারের স্বামী রহিম উদ্দিন জানান, তার স্ত্রী রান্না করছিলেন। হঠাৎ গুলি এসে তার বুকে লাগে। কীভাবে বা কোথা থেকে গুলি এসেছে তা তিনি নিশ্চিত নন।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন, শনিবারের ঘটনার পর থেকেই জাহিদকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে রোববার এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে শনিবার বিকেলে জাহিদ ও তার লোকজন পারভেজকে কুপিয়ে গুরুতর আহত করে এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, যা লক্ষ্যভ্রষ্ট হয়। সন্ত্রাসী জাহিদের নামে ৩টি হত্যা মামলা রয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন বলেন, শনিবারের ঘটনার র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। সেই প্রেক্ষিতে শুরু হয় তাদের অবস্থান শনাক্ত করা। পাশাপাশি আমাদের আভিযানিক দলটিও সেই স্থানের উদ্দেশ্যে রওয়ানা হয়। তবে আমাদের দলটি পৌঁছানোর আগেই জাহিদ ও তার দল বুঝে ফেলে। আর তখনই তারা গুলি ছুড়ে। এতে এক বাড়িতে থাকা নারী গুলিবিদ্ধ হয়।