মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার সারাদেশে সব ধরনের গাড়ি চলবে

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনে সারাদেশে সব ধরনের গাড়ি চলবে। এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন।

রোববার রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান এই কথা জানান।

তিনি বলেন, ‘সোমবার সারা দেশে সব ধরনের গাড়ি চলবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা তা প্রতিহত করব। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে, আর যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন মালিক-শ্রমিকরা নিরলস দায়িত্ব পালন করছেন।’

আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘মানবতাবিরোধী হত্যা মামলার আসামি শেখ হাসিনার রায় ঘোষণার তারিখের সঙ্গে মিলিয়ে দলটি ১৩ নভেম্বর ঢাকাসহ সারা দেশে লকডাউনের ডাক দেয়। এর লক্ষ্য নির্বাচন বানচাল করা এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দেওয়া।’

লকডাউন চলাকালে প্রায় ২০টি পরিবহনে অগ্নিসন্ত্রাস ও নাশকতার ঘটনা ঘটে এবং ময়মনসিংহে একটি বাসে আগুন দিয়ে শ্রমিক জুলহাস ড্রাইভারকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘১৮ কোটি মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। কিন্তু আওয়ামী লীগ নির্বাচন বানচালের লক্ষ্যেই ১৬ ও ১৭ নভেম্বর শাটডাউনে ডাক দিয়েছে।’

তিনি এসব লকডাউন, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিক ও গাড়ির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

সোমবার সারাদেশে সব ধরনের গাড়ি চলবে

প্রকাশিত সময় : ১১:০০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা হবে সোমবার (১৭ নভেম্বর)। এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনে সারাদেশে সব ধরনের গাড়ি চলবে। এ ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন।

রোববার রাজধানীর মতিঝিলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির খান এই কথা জানান।

তিনি বলেন, ‘সোমবার সারা দেশে সব ধরনের গাড়ি চলবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা তা প্রতিহত করব। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করছে, আর যোগাযোগব্যবস্থা সচল রাখতে পরিবহন মালিক-শ্রমিকরা নিরলস দায়িত্ব পালন করছেন।’

আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘মানবতাবিরোধী হত্যা মামলার আসামি শেখ হাসিনার রায় ঘোষণার তারিখের সঙ্গে মিলিয়ে দলটি ১৩ নভেম্বর ঢাকাসহ সারা দেশে লকডাউনের ডাক দেয়। এর লক্ষ্য নির্বাচন বানচাল করা এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দেওয়া।’

লকডাউন চলাকালে প্রায় ২০টি পরিবহনে অগ্নিসন্ত্রাস ও নাশকতার ঘটনা ঘটে এবং ময়মনসিংহে একটি বাসে আগুন দিয়ে শ্রমিক জুলহাস ড্রাইভারকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘১৮ কোটি মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে। কিন্তু আওয়ামী লীগ নির্বাচন বানচালের লক্ষ্যেই ১৬ ও ১৭ নভেম্বর শাটডাউনে ডাক দিয়েছে।’

তিনি এসব লকডাউন, নাশকতা ও অগ্নিসন্ত্রাসের তীব্র নিন্দা জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিক ও গাড়ির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।