মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী মহানগর দায়রা জজের পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের পরিবারবর্গের ওপর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আয়োজনে আদালত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আইনজীবীরা অংশ নেন। বক্তারা এ বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকে, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে কীভাবে— এ প্রশ্ন আবার সামনে এসেছে।

মানববন্ধন থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

রাজশাহী মহানগর দায়রা জজের পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত সময় : ০৫:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের পরিবারবর্গের ওপর নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আয়োজনে আদালত চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের আইনজীবীরা অংশ নেন। বক্তারা এ বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিচার বিভাগের সদস্যদের পরিবার যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকে, তাহলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে কীভাবে— এ প্রশ্ন আবার সামনে এসেছে।

মানববন্ধন থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।