মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ও তার স্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৫০১ টাকা থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও তার স্ত্রী সিতারা আলমগীরের ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দিয়েছেন।

‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকারী কর্মকর্তা শাহজাহান মিরাজ ব্যাংকের হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

‎আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ পর্যন্ত ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ২১৬ কোটি ১ লাখ ৬৩ হাজার ৪৯ টাকা ও ৬ হাজার ১৮৮ মার্কিন ডলার জমা করেছে। ২০৯ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৬৪০ টাকা ও ৬ হাজার মার্কিন ডলার উত্তোলন করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

‎এতে আরও বলা হয়, মহিউদ্দিন খান ও তার স্ত্রী সিতারা আলমগীরের নামে পরিচালিত ৩৩টি হিসাবে ২০০৯ সালের ১৯ জুলাই থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৫১ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৪২২ টাকা এবং ৬ হাজার ১৮৮ মার্কিন ডলার জমা করেন। ৪৪ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার ৪২৩ টাকা এবং ৬ হাজার মার্কিন ডলার উত্তোলন করেছেন। এই ৩৩টি হিসাবে জমা উত্তোলন শেষে ২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থিতি আছে ৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৫০১ টাকা এবং ১৮৮ মার্কিন ডলার। তাদের নামের ব্যাংক হিসাবসমূহ থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী এসব সম্পত্তি অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ও তার স্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

প্রকাশিত সময় : ০৩:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫

৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৫০১ টাকা থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও তার স্ত্রী সিতারা আলমগীরের ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দিয়েছেন।

‎দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকারী কর্মকর্তা শাহজাহান মিরাজ ব্যাংকের হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

‎আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ পর্যন্ত ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ২১৬ কোটি ১ লাখ ৬৩ হাজার ৪৯ টাকা ও ৬ হাজার ১৮৮ মার্কিন ডলার জমা করেছে। ২০৯ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৬৪০ টাকা ও ৬ হাজার মার্কিন ডলার উত্তোলন করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

‎এতে আরও বলা হয়, মহিউদ্দিন খান ও তার স্ত্রী সিতারা আলমগীরের নামে পরিচালিত ৩৩টি হিসাবে ২০০৯ সালের ১৯ জুলাই থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৫১ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৪২২ টাকা এবং ৬ হাজার ১৮৮ মার্কিন ডলার জমা করেন। ৪৪ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার ৪২৩ টাকা এবং ৬ হাজার মার্কিন ডলার উত্তোলন করেছেন। এই ৩৩টি হিসাবে জমা উত্তোলন শেষে ২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থিতি আছে ৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৫০১ টাকা এবং ১৮৮ মার্কিন ডলার। তাদের নামের ব্যাংক হিসাবসমূহ থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী এসব সম্পত্তি অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।