মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবিতে ব্রাকসু নির্বাচন ২৯ ডিসেম্বর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদে নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টায় ব্রাকসুর তফসিল ঘোষণার সময় এ তথ্য জানান ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান।

তফসিলে বলা হয়, ১৮ নভেম্বর আচরণবিধি (প্রস্তাবিত) সিন্ডিকেট সভাপতি বরাবর প্রেরণ, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ২ ও ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট, ১৩ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে‌।

তফসিল ঘোষণার সময় ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারসহ উপস্থিত ছিলেন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ, সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ড. মোহসীনা আহসান এবং সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।

উল্লেখ্য, এর আগে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আইনে শিক্ষার্থী সংসদ আইন যুক্ত হয়। পরে ৪ নভেম্বর ১১৬তম সিন্ডিকেট মিটিংয়ে ড. ফেরদৌস রহমানকে প্রধান কমিশনার করে ৬ সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু দায়িত্ব গ্রহণের পূর্বেই প্রধান কমিশনার পদত্যাগ করায় ১১ নভেম্বর ১১৭ তম জরুরী সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. মো. শাহজামানকে প্রধান কমিশনার করে কমিশন পুনর্গঠন করা হয়।‌

এদিকে কমিশন গঠন হলেও কোনো দৃশ্যমান কার্যকলাপ না থাকায় শিক্ষার্থীরা সোমবার (১৭ নভেম্বর) তফসিল ও সুনির্দিষ্ট রোড ম্যাপ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন এবং সর্বশেষ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকেই প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

বেরোবিতে ব্রাকসু নির্বাচন ২৯ ডিসেম্বর

প্রকাশিত সময় : ০৫:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদে নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টায় ব্রাকসুর তফসিল ঘোষণার সময় এ তথ্য জানান ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. শাহজামান।

তফসিলে বলা হয়, ১৮ নভেম্বর আচরণবিধি (প্রস্তাবিত) সিন্ডিকেট সভাপতি বরাবর প্রেরণ, ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, ২ ও ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৪ ও ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ ডিসেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ৮ ডিসেম্বর প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট, ১৩ ডিসেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে‌।

তফসিল ঘোষণার সময় ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারসহ উপস্থিত ছিলেন কমিশনার সহযোগী অধ্যাপক মো. আমির শরীফ, সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা, সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার, ড. মোহসীনা আহসান এবং সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।

উল্লেখ্য, এর আগে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আইনে শিক্ষার্থী সংসদ আইন যুক্ত হয়। পরে ৪ নভেম্বর ১১৬তম সিন্ডিকেট মিটিংয়ে ড. ফেরদৌস রহমানকে প্রধান কমিশনার করে ৬ সদস্যের একটি কমিশন গঠন করা হয়েছিল। কিন্তু দায়িত্ব গ্রহণের পূর্বেই প্রধান কমিশনার পদত্যাগ করায় ১১ নভেম্বর ১১৭ তম জরুরী সিন্ডিকেট সভায় অধ্যাপক ড. মো. শাহজামানকে প্রধান কমিশনার করে কমিশন পুনর্গঠন করা হয়।‌

এদিকে কমিশন গঠন হলেও কোনো দৃশ্যমান কার্যকলাপ না থাকায় শিক্ষার্থীরা সোমবার (১৭ নভেম্বর) তফসিল ও সুনির্দিষ্ট রোড ম্যাপ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন এবং সর্বশেষ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকেই প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।