সারা দেশে ভূমিকম্প হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পটি ৫ দশমিক ২ মাত্রার।
এনডিটিভি জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী জানিয়েছে, ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার (২১ নভেম্বর) ভোরে দেশটিতে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ১৩৫ কিলোমিটার গভীরে। এদিকে পাকিস্তানেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্ক
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
মিরপুর-১১ থেকে সাদমান জানান, ভূমিকম্পের সময় তিনি বাসায় পড়ছিলেন। সেখানে সবকিছু কাঁপছিল। মিরপুর-১ মাজার রোড থেকে আমিনুল ও সনি জানান, ভূমিকম্পের সময় তারা অফিসে কাজ করছিলেন, হঠাৎ দেখেন সবকিছু কাঁপছে। তখন তারা অফিসে থেকে বের হয়ে রাস্তায় চলে যান।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















