মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

বার্তা রয়টার্সকে দেওয়া বক্তব্যে চারজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কেন্দ্র করে একটি নতুন ধরনের অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে।

ওই কর্মকর্তারা আরও জানান, ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে চাপে ফেলতে আগের চেয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করার অনুরোধ হোয়াইট হাউসে পাঠিয়েছে। তবে সিআইএ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার (২২ নভেম্বর) বলেছেন, ‘ভেনেজুয়েলার ক্ষেত্রে কিছুই বাদ দেওয়া হচ্ছে না।’

এই কর্মকর্তা বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আমাদের দেশে মাদকের প্রবেশ রুখতে এবং যারা এর জন্য দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সব ধরনের ক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত।’

এদিকে ট্রাম্প প্রশাসনের তাদের দাবি, প্রেসিডেন্ট মাদুরো অবৈধ মাদকের সরবরাহে ভূমিকা রাখছেন। এসব মাদক যুক্তরাষ্ট্রে বহু মানুষকে হত্যা করছে।

অন্যদিকে, মাদুরো অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।

তবে, মার্কিন কর্মকর্তাদের মধ্যে দুজন রয়টার্সকে বলেছেন, ‘বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিও থাকতে পারে।’

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেন, ট্রাম্প তাকে সরাতে চান এবং ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন চেষ্টা প্রতিরোধ করবে।

জানা গেছে, গত কয়েক মাস ধরেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে আসছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ইতোমধ্যে ভেনেজুয়েলায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) গোপন অভিযান অনুমোদন করেছেন। গত শুক্রবার (২১ নভেম্বর) মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রধান বিমান সংস্থাগুলোকে সতর্ক করে বলেছে, ভেনেজুয়েলার আকাশসীমায় উড়তে গেলে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি হতে পারে। এ অবস্থায় বিমান সংস্থাগুলোকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে এফএএ।

এ সতর্কতার পর শনিবার তিনটি আন্তর্জাতিক বিমান সংস্থা ভেনেজুয়েলা থেকে ছেড়ে যাওয়ার ফ্লাইট বাতিল করেছে।

যুক্তরাষ্ট্র আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) ‘কার্টেল দে লস সোলেস’কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পরিকল্পনা করেছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, এ চক্র যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাঠায় এবং প্রেসিডেন্ট মাদুরো নিজেই এ চক্রের নেতৃত্ব দেন। তবে, মাদুরো এ অভিযোগও অস্বীকার করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত সময় : ০৩:৪৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

বার্তা রয়টার্সকে দেওয়া বক্তব্যে চারজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে কেন্দ্র করে একটি নতুন ধরনের অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছে।

ওই কর্মকর্তারা আরও জানান, ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে চাপে ফেলতে আগের চেয়ে আরও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

পেন্টাগন এ বিষয়ে মন্তব্য করার অনুরোধ হোয়াইট হাউসে পাঠিয়েছে। তবে সিআইএ কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার (২২ নভেম্বর) বলেছেন, ‘ভেনেজুয়েলার ক্ষেত্রে কিছুই বাদ দেওয়া হচ্ছে না।’

এই কর্মকর্তা বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আমাদের দেশে মাদকের প্রবেশ রুখতে এবং যারা এর জন্য দায়ী তাদের বিচারের মুখোমুখি করতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সব ধরনের ক্ষমতা ব্যবহার করতে প্রস্তুত।’

এদিকে ট্রাম্প প্রশাসনের তাদের দাবি, প্রেসিডেন্ট মাদুরো অবৈধ মাদকের সরবরাহে ভূমিকা রাখছেন। এসব মাদক যুক্তরাষ্ট্রে বহু মানুষকে হত্যা করছে।

অন্যদিকে, মাদুরো অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।

তবে, মার্কিন কর্মকর্তাদের মধ্যে দুজন রয়টার্সকে বলেছেন, ‘বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিও থাকতে পারে।’

উল্লেখ্য, ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেন, ট্রাম্প তাকে সরাতে চান এবং ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন চেষ্টা প্রতিরোধ করবে।

জানা গেছে, গত কয়েক মাস ধরেই ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়ে আসছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ইতোমধ্যে ভেনেজুয়েলায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) গোপন অভিযান অনুমোদন করেছেন। গত শুক্রবার (২১ নভেম্বর) মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রধান বিমান সংস্থাগুলোকে সতর্ক করে বলেছে, ভেনেজুয়েলার আকাশসীমায় উড়তে গেলে সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি হতে পারে। এ অবস্থায় বিমান সংস্থাগুলোকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে এফএএ।

এ সতর্কতার পর শনিবার তিনটি আন্তর্জাতিক বিমান সংস্থা ভেনেজুয়েলা থেকে ছেড়ে যাওয়ার ফ্লাইট বাতিল করেছে।

যুক্তরাষ্ট্র আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) ‘কার্টেল দে লস সোলেস’কে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পরিকল্পনা করেছে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, এ চক্র যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাঠায় এবং প্রেসিডেন্ট মাদুরো নিজেই এ চক্রের নেতৃত্ব দেন। তবে, মাদুরো এ অভিযোগও অস্বীকার করেছেন।