মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা করল ভারতীয়রা!

সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ভারতীয় খাসিয়ারা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৩ নভেম্বর) ভোরে জামাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, কাজের সন্ধানে শনিবার (২২ নভেম্বর) সকালে বাড়ি থেকে বেরিয়ে যান জামাল। পরে আর বাড়ি ফেরেননি। রাতে বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, জামাল উদ্দিনসহ কয়েকজন গত রাতে সুপারি চুরি করতে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় খাসিয়ারা গুলি করে। এতে জামাল উদ্দিন আহত হন। পরে দেশের সীমান্তের ভেতরে ঢুকে তিনি মারা যান।

ওসি আরও জানান, রোববার (২৩ নভেম্বর) ভোরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

সীমান্তে বাংলাদেশিকে গুলি করে হত্যা করল ভারতীয়রা!

প্রকাশিত সময় : ০৯:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ভারতীয় খাসিয়ারা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৩ নভেম্বর) ভোরে জামাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, কাজের সন্ধানে শনিবার (২২ নভেম্বর) সকালে বাড়ি থেকে বেরিয়ে যান জামাল। পরে আর বাড়ি ফেরেননি। রাতে বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, জামাল উদ্দিনসহ কয়েকজন গত রাতে সুপারি চুরি করতে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় খাসিয়ারা গুলি করে। এতে জামাল উদ্দিন আহত হন। পরে দেশের সীমান্তের ভেতরে ঢুকে তিনি মারা যান।

ওসি আরও জানান, রোববার (২৩ নভেম্বর) ভোরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।