মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাজার মতো পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের উচ্ছেদ করছে ইসরায়েল

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজা উপত্যকার মতোই অধিকৃত পশ্চিম তীর থেকেও হাজার হাজার ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে জোর করে উচ্ছেদ করছে ইসরায়েল।

গত সপ্তাহে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শুধু তিনটি শরণার্থী শিবির থেকেই এ বছর ৩২ হাজার ফিলিস্তিনিকে উচ্ছেদ করা হয়েছে। জানুয়ারি থেকে শুরু হওয়া জেনিন, নুর শামস ও তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলের অভিযান ১৯৬৭ সালের পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় গণউচ্ছেদ ঘটিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতা ভয়াবহভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এসব উচ্ছেদ ঘটছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে-গাজার ওপর ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর-ইসরায়েলিদের হাতে পশ্চিম তীরে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর অবৈধ বসতিতে থাকা ইসরায়েলি দখলদাররা ফিলিস্তিনিদের ওপর ক্রমবর্ধমানভাবে সহিংস হামলা চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘ গত নভেম্বরে জানায়, পশ্চিম তীরের এলাকা ‘সি’ তে-যেখানে ফিলিস্তিনিদের প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রায় নেই বললেই চলে- সেখানে ইসরায়েল ঘরবাড়ি ভেঙে দিয়ে এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে।

দখলকৃত পূর্ব জেরুজালেমেও ৫০০ মানুষ গৃহহীন হয়েছে। ইসরায়েল এসব ভাঙচুরের কারণ হিসেবে নির্মাণের অনুমতি না থাকার কথা বলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গাজার মতো পশ্চিম তীর থেকেও ফিলিস্তিনিদের উচ্ছেদ করছে ইসরায়েল

প্রকাশিত সময় : ১১:২২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গাজা উপত্যকার মতোই অধিকৃত পশ্চিম তীর থেকেও হাজার হাজার ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে জোর করে উচ্ছেদ করছে ইসরায়েল।

গত সপ্তাহে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, শুধু তিনটি শরণার্থী শিবির থেকেই এ বছর ৩২ হাজার ফিলিস্তিনিকে উচ্ছেদ করা হয়েছে। জানুয়ারি থেকে শুরু হওয়া জেনিন, নুর শামস ও তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলের অভিযান ১৯৬৭ সালের পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সবচেয়ে বড় গণউচ্ছেদ ঘটিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতা ভয়াবহভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এসব উচ্ছেদ ঘটছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে-গাজার ওপর ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর-ইসরায়েলিদের হাতে পশ্চিম তীরে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর অবৈধ বসতিতে থাকা ইসরায়েলি দখলদাররা ফিলিস্তিনিদের ওপর ক্রমবর্ধমানভাবে সহিংস হামলা চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘ গত নভেম্বরে জানায়, পশ্চিম তীরের এলাকা ‘সি’ তে-যেখানে ফিলিস্তিনিদের প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রায় নেই বললেই চলে- সেখানে ইসরায়েল ঘরবাড়ি ভেঙে দিয়ে এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করেছে।

দখলকৃত পূর্ব জেরুজালেমেও ৫০০ মানুষ গৃহহীন হয়েছে। ইসরায়েল এসব ভাঙচুরের কারণ হিসেবে নির্মাণের অনুমতি না থাকার কথা বলছে।