বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় বিজয় দিবস উপলক্ষে নেওয়া সকল কর্মসূচি স্থগিত করেছে দলটি।
আজ রবিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী
রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে চেয়ারপারসনের জন্য দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























