জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আশ্বাস নয় বাস্তবায়নের রাজনীতিতে বিশ্বাস করি। তিনি বলেন, আমরা সরকারে গেলে কোনো দাবি নিয়ে দপ্তরে দপ্তরে ধরণা দিতে হবে না, আন্দোলন করতে হবে না। সরকার তার দোরগোড়ায় সেবা পৌঁছে দেবে। আমরা সরকারে না গেলেও জামায়াতের পক্ষ থেকে ১০০ ক্লিনিকে সোলার প্যানেল লাগানো হবে।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে ‘প্রন্তিক পর্যায়ে স্বাভাবিক প্রসব সেবা প্রদানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডারদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন
তিনি বলেন, বিগত দিনে সরকার শুধু আশ্বাস দিয়েছে। তবে আমরা আশ্বাস নয় কাজে প্রমাণ করতে চাই। একই ভাষায় আমরা কথা বলি আমরা এক জাতি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে।
দেশে মানসম্মত শিক্ষাব্যবস্থা নেই জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, মা বাবা নয়, সন্তান কী নিয়ে পড়াশোনা করবে তা নির্ধারণ করবে শিক্ষক। আমাদের টার্গেট সব শিশুকে গড়ে তোলা। আগামীতে বোঝা নয়, সম্পদ হয়ে উঠবে তারা

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























