আইডিয়া থেকে উদ্যোগে: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘এলিভেট বাংলাদেশ: হাল্ট প্রাইজ বাংলাদেশ ক্যাম্পাস অর্গানাইজার্স কর্মশালা’-এর প্রথম অনুষ্ঠান
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘এলিভেট বাংলাদেশ: দ্য হাল্ট প্রাইজ ক্যাম্পাস অর্গানাইজার্স ওয়ার্কশপ’-এর প্রথম বিভাগীয় কর্মশালা, যা আয়োজন করে হাল্ট প্রাইজ বাংলাদেশ। রাজশাহীতে আয়োজিত এই কর্মশালায় অংশ নেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হাল্ট প্রাইজ অর্গানাইজিং কমিটির সদস্যরা।
‘এলিভেট বাংলাদেশ: দ্য হাল্ট প্রাইজ ক্যাম্পাস অর্গানাইজার্স ওয়ার্কশপ’ হলো হাল্ট প্রাইজ বাংলাদেশের একটি উদ্যোগ, যার লক্ষ্য ভবিষ্যৎ পরিবর্তনকামী তরুণদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে বাস্তবসম্মত ধারণা দেওয়া এবং তাদেরকে ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেওয়া। প্রথমবারের মতো বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বৃহৎ পরিসরে এই কর্মশালা আয়োজন করা হয়, যেখানে হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস প্রতিযোগিতা ২০২৫–২৬ এর সম্ভাব্য অংশগ্রহণকারীরা উৎসাহের সঙ্গে অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.), সিএসই বিভাগের প্রধান শামিম আহমেদ, এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের হাল্ট প্রাইজ উপদেষ্টা জুইরিয়া রাইসা বিনতাই মাকিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজের সাবেক ক্যাম্পাস ডিরেক্টর মো. মাহফুজুর রহমান (প্রভাষক, সিএসই বিভাগ) এবং শাদ আরাফ। কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য, এরপর সাবেক ক্যাম্পাস ডিরেক্টর মাহফুজুর রহমান হাল্ট প্রাইজ নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেন।
হাল্ট প্রাইজ বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর মো. আমিনুল ইসলাম, ন্যাশনাল কমিউনিটি কো-অর্ডিনেটর আবিদ শাহারিয়া, অন-ক্যাম্পাস কো-অর্ডিনেটর মো. থাশিন রহমান ও রিফাত হোসেন, মার্কেটিং ও আউটরিচ কো-অর্ডিনেটর আবিরুল ইসলাম, পার্টনারশিপস অ্যান্ড অ্যালায়েন্সেস কো-অর্ডিনেটর নাহিয়ান উল্লাহ নিশাত, জাজেস অ্যান্ড এক্সপার্টস কো-অর্ডিনেটর প্রান্ত বরুয়া, এবং প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন কো-অর্ডিনেটর আহাদি ফয়সাল জনি হাল্ট প্রাইজের উদ্দেশ্য, লক্ষ্য এবং কাজের ধারণা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে হাল্ট প্রাইজ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ২০২৫–২৬-এর ক্যাম্পাস ডিরেক্টর মোস্তাফিজা আক্তার ফাহমিদা ধন্যবাদ জ্ঞাপন করেন। কর্মশালার সমাপনী অংশে অনুষ্ঠিত হয় একটি মজার সেশন, যেখানে অংশগ্রহণকারী তরুণদের প্রাণবন্ততা পুরো অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।
হাল্ট প্রাইজ বাংলাদেশ একটি অনলাইনভিত্তিক সংগঠন, যা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা বিকাশ, টেকসই উন্নয়ন এবং সামাজিক সমস্যার বাস্তবসম্মত সমাধানে তরুণদের সম্পৃক্ত করতে কাজ করছে। আয়োজকদের মতে, এই কর্মশালা তরুণ উদ্ভাবকদের বাস্তবমুখী উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করবে।

রায়হান রোহানঃ 
























