রাজশাহীর চারঘাটে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রাওথা এলাকার এছেড়ের বটতলায় এই দুর্ঘটনা ঘটে।
তিনজনই একটি মোটরসাইকেলে বাঘা থেকে চারঘাটে যাচ্ছিলেন।
নিহত যুবকের নাম মিনারুল ইসলাম (২৮)। তিনি বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের জবেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আখ বহনকারী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে তিনজনই ছিটকে পড়ে।
এসময় একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মিনারুল।
গুরুতর আহত আরো দুই মোটরসাইকেল আরোহীকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন, হাবাসপুর গ্রামের জুয়েল রানার ছেলে বাপ্পি আহম্মেদ (৩০) ও একই এলাকার শাহাদুল ইসলামের ছেলে পলাশ আহমেদ (১৮)।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নিহতদের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























