মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা ও নির্বাচন নিয়ে আসছে গুরুত্বপূর্ণ নির্দেশনা

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপারদের সঙ্গে আজ বৃহস্পতিবার মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে অনুষ্ঠিতব্য আজকের সভায় প্রধান উপদেষ্টা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখতে পারেন। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার তরফ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে মনে করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে এই এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় পুলিশের আইজিপি বাহারুল আলমের সূচনা বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের তিনজন কর্মকর্তার বক্তব্য রাখার কথা রয়েছে। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এর ওপর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এসব বিষয় মাথায় রেখে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব আরও সুসংহত ও নিরপেক্ষ রাখতেই আজকের বৈঠক আহ্বান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আজকের সভায় দেশের ৬৪ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার, সব রেঞ্জের ডিআইজি, সব মহানগর পুলিশের কমিশনার এবং পুলিশের অতিরিক্ত আইজিপিগণকে উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় শেষ করে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে হবে আলাদাভাবে নির্বাচনবিষয়ক সভা। পুলিশের আইজিপি বাহারুল আলম এই সভায় নির্বাচন উপলক্ষে করণীয়গুলো নিয়ে দিকনির্দেশনা দেবেন উপস্থিত পুলিশ কর্মকর্তাদের।

পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন নিয়ে যে দিকনির্দেশনা দেবেন, তা বাস্তবায়নে কী ধরনের পদক্ষেপ নিতে হবে এ ব্যাপারে অধীনস্থদের নির্দেশনা দিতেই রাজারবাগের সভার আয়োজন করা হয়েছে। সভায় আইজিপি নির্বাচন ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানসহ নানা বিষয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেবেন।

সূত্র বলেছে, এর আগে প্রধান উপদেষ্টা জেলা প্রশাসকদের সঙ্গে মত বিনিময়কালে নির্বাচন নিয়ে দিকনির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় আজ ঊর্ধ্বতন ও মাঠপুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনা দেবেন। সভায় পুলিশ প্রধান দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গৃহীত পদক্ষেপ নিয়ে নানা তথ্য-উপাত্ত তুলে ধরতে পারেন। এ ছাড়া নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে পুলিশের প্রশিক্ষণসহ আনুষঙ্গিক বিষয়ে প্রস্তুতির দিকও তুলে ধরতে পারেন পুলিশপ্রধান।

প্রধান উপদেষ্টা ও আইজিপির বার্তা নিয়ে পরে নিজ নিজ ইউনিটে ফিরে পৃথক মতবিনিময় করবেন জেলা পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারগণ।

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য গত ২৫ নভেম্বর লটারি করে ৬৪ জেলার পুলিশ সুপার নির্বাচিত করা হয়। পরে তাঁদের বিভিন্ন জেলায় পদায়ন করতে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের পদে রদবদল ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর দুই ধাপে সারা দেশে ১৩৬ জন পুলিশ পরিদর্শককে বদলি করে পুলিশ সদর দপ্তর। এ ছাড়া লটারির মাধ্যমে ৫২৭ থানার ওসি পর্যায়ে রদবদল করা হয়। আজ লটারির মাধ্যমে ঢাকা মহানগরসহ সব মহানগর পুলিশের থানার ওসি ও ডিসি পর্যায়ে রদবদল করার কথা রয়েছে। আজ বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার এবং পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিদের বিভিন্ন ইউনিটে বদলি করার কথা রয়েছে। তবে তাঁদের ক্ষেত্রে লটারি হবে কি নাÑ তা এখনও চূড়ান্ত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

আইনশৃঙ্খলা ও নির্বাচন নিয়ে আসছে গুরুত্বপূর্ণ নির্দেশনা

প্রকাশিত সময় : ১১:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপারদের সঙ্গে আজ বৃহস্পতিবার মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে অনুষ্ঠিতব্য আজকের সভায় প্রধান উপদেষ্টা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখতে পারেন। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার তরফ থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে মনে করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ের শাপলা হলে এই এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় পুলিশের আইজিপি বাহারুল আলমের সূচনা বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশের তিনজন কর্মকর্তার বক্তব্য রাখার কথা রয়েছে। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। এর ওপর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এসব বিষয় মাথায় রেখে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব আরও সুসংহত ও নিরপেক্ষ রাখতেই আজকের বৈঠক আহ্বান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আজকের সভায় দেশের ৬৪ জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার, সব রেঞ্জের ডিআইজি, সব মহানগর পুলিশের কমিশনার এবং পুলিশের অতিরিক্ত আইজিপিগণকে উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় শেষ করে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে হবে আলাদাভাবে নির্বাচনবিষয়ক সভা। পুলিশের আইজিপি বাহারুল আলম এই সভায় নির্বাচন উপলক্ষে করণীয়গুলো নিয়ে দিকনির্দেশনা দেবেন উপস্থিত পুলিশ কর্মকর্তাদের।

পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন নিয়ে যে দিকনির্দেশনা দেবেন, তা বাস্তবায়নে কী ধরনের পদক্ষেপ নিতে হবে এ ব্যাপারে অধীনস্থদের নির্দেশনা দিতেই রাজারবাগের সভার আয়োজন করা হয়েছে। সভায় আইজিপি নির্বাচন ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানসহ নানা বিষয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেবেন।

সূত্র বলেছে, এর আগে প্রধান উপদেষ্টা জেলা প্রশাসকদের সঙ্গে মত বিনিময়কালে নির্বাচন নিয়ে দিকনির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় আজ ঊর্ধ্বতন ও মাঠপুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনা দেবেন। সভায় পুলিশ প্রধান দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গৃহীত পদক্ষেপ নিয়ে নানা তথ্য-উপাত্ত তুলে ধরতে পারেন। এ ছাড়া নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে পুলিশের প্রশিক্ষণসহ আনুষঙ্গিক বিষয়ে প্রস্তুতির দিকও তুলে ধরতে পারেন পুলিশপ্রধান।

প্রধান উপদেষ্টা ও আইজিপির বার্তা নিয়ে পরে নিজ নিজ ইউনিটে ফিরে পৃথক মতবিনিময় করবেন জেলা পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনারগণ।

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য গত ২৫ নভেম্বর লটারি করে ৬৪ জেলার পুলিশ সুপার নির্বাচিত করা হয়। পরে তাঁদের বিভিন্ন জেলায় পদায়ন করতে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনারের পদে রদবদল ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর দুই ধাপে সারা দেশে ১৩৬ জন পুলিশ পরিদর্শককে বদলি করে পুলিশ সদর দপ্তর। এ ছাড়া লটারির মাধ্যমে ৫২৭ থানার ওসি পর্যায়ে রদবদল করা হয়। আজ লটারির মাধ্যমে ঢাকা মহানগরসহ সব মহানগর পুলিশের থানার ওসি ও ডিসি পর্যায়ে রদবদল করার কথা রয়েছে। আজ বৃহস্পতিবার অথবা আগামী সপ্তাহে রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার এবং পদোন্নতিপ্রাপ্ত ডিআইজিদের বিভিন্ন ইউনিটে বদলি করার কথা রয়েছে। তবে তাঁদের ক্ষেত্রে লটারি হবে কি নাÑ তা এখনও চূড়ান্ত হয়নি।