ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার ২০টি সংসদীয় আসনের মধ্যে সাতটি আসন ফাঁকা রেখেছিল দলটি। এবার সেই সাতটির মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ফলে ঢাকায় এখনো তিনটি আসনে বিএনপির নিজস্ব প্রার্থী নেই।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরও ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গত ৩ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৩৭টিতে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি।
প্রথম দফায় ঢাকার যেসব আসন ফাঁকা রেখেছিল বিএনপি, সেগুলো হলো ঢাকা-৭ (লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর আংশিক ও কোতোয়ালি আংশিক), ঢাকা-৯ (সবুজবাগ, খিলগাঁও ও মুগদা), ঢাকা-১০ (ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ), ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর আংশিক), ঢাকা-১৭ (ঢাকা ক্যান্টনমেন্ট ও গুলশান-বনানী), ঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা ও বিমানবন্দর এলাকা) ও ঢাকা-২০ (ধামরাই উপজেলা)।
এবার ঘোষিত চারটি আসন হলো ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০ ও ঢাকা-১৮। ফলে এখনো ফাঁকা রইল ঢাকা-১৩, ঢাকা-১৭ ও ঢাকা-২০।
তবে ঢাকা-১৩ আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে বিএনপি সমর্থন দিচ্ছে। তারা দুজনেই বিএনপির ‘সবুজ সংকেত’ পেয়ে নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করে দিয়েছেন।
অন্যদিকে ঢাকা-২০ (ধামরাই) আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এ আসনে মনোনয়নপ্রত্যাশী রয়েছেন চারজন, তারা হলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন, যুবদল ঢাকা জেলা সভাপতি ইয়াসিন ফেরদৌস (মুরাদ), মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদএবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান (অভি)।
এভাবে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৭টিতে বিএনপি প্রার্থী দাঁড় করালেও (নিজস্ব বা সমর্থিত), ধামরাইসহ তিনটি আসন এখনো অনিশ্চিত রয়ে গেল।

রিপোর্টারের নাম 

























