সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফের পেছাল জকসু নির্বাচন

ভূমিকম্প আতঙ্কে বন্ধ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দীর্ঘ ১৪ দিনের ছুটির পর আগামী সোমবার (৮ ডিসেম্বর) খুলতে চলেছে। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর ভোট গ্রহণের তারিখ ফের পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সকল পরীক্ষা আগামী সপ্তাহের সোমবার (৮ ডিসেম্বর) থেকেই শুরু হতে যাচ্ছে। একইসাথে মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে ক্যাম্পাসে সশরীরে ক্লাস শুরু হবে।

জকসুর সংশোধিত তফসিল ঘোষণা:

এদিকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন-২০২৫-এর সংশোধিত নতুন তফসিল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত পরিবর্তিত তফসিল অনুযায়ী ডিসেম্বরেই হবে নির্বাচন। প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ তারিখ; চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ তারিখ; মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর সকাল ৯টা-বিকাল ৩টা; প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ তারিখ; ১৩ দিন চলবে নির্বাচনী প্রচারণা ১৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত; ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণা ৩০ অথবা ৩১ ডিসেম্বর।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজকের সিন্ডিকেট মিটিং এর সিন্ধান্ত অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ৮ ডিসেম্বর থেকে চালু হচ্ছে। কিছু কিছু কাজ বাকি আছে এর মধ্যে সেগুলো সম্পন্ন করা হবে। সব ফরমালিটিস শেষ করা হবে। একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।’

প্রসঙ্গত, একাধিক ভূমিকম্পের পর শিক্ষার্থী ও প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাসে ছুটি ঘোষণা করা হয়। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। এই সময়ের মধ্যে জকসু নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করে। প্রার্থীদের ডোপ টেস্ট এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের কাজও স্থগিত করে দেয় নির্বাচন কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফের পেছাল জকসু নির্বাচন

প্রকাশিত সময় : ১১:৩২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

ভূমিকম্প আতঙ্কে বন্ধ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দীর্ঘ ১৪ দিনের ছুটির পর আগামী সোমবার (৮ ডিসেম্বর) খুলতে চলেছে। একই সঙ্গে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫-এর ভোট গ্রহণের তারিখ ফের পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া সকল পরীক্ষা আগামী সপ্তাহের সোমবার (৮ ডিসেম্বর) থেকেই শুরু হতে যাচ্ছে। একইসাথে মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে ক্যাম্পাসে সশরীরে ক্লাস শুরু হবে।

জকসুর সংশোধিত তফসিল ঘোষণা:

এদিকে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন-২০২৫-এর সংশোধিত নতুন তফসিল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত পরিবর্তিত তফসিল অনুযায়ী ডিসেম্বরেই হবে নির্বাচন। প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ তারিখ; চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ তারিখ; মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর সকাল ৯টা-বিকাল ৩টা; প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ ১৪ তারিখ; ১৩ দিন চলবে নির্বাচনী প্রচারণা ১৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত; ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণা ৩০ অথবা ৩১ ডিসেম্বর।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আজকের সিন্ডিকেট মিটিং এর সিন্ধান্ত অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ৮ ডিসেম্বর থেকে চালু হচ্ছে। কিছু কিছু কাজ বাকি আছে এর মধ্যে সেগুলো সম্পন্ন করা হবে। সব ফরমালিটিস শেষ করা হবে। একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।’

প্রসঙ্গত, একাধিক ভূমিকম্পের পর শিক্ষার্থী ও প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাসে ছুটি ঘোষণা করা হয়। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। এই সময়ের মধ্যে জকসু নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করে। প্রার্থীদের ডোপ টেস্ট এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের কাজও স্থগিত করে দেয় নির্বাচন কমিশন।