মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুকিরাম (২৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর মুরাইছড়া বিওপি এবং প্রতিপক্ষ ১৯৯ হিরাছড়া বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-১৮৪৪হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে।
নিহত সুকিরাম (২০) কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরাইছড়া বস্তির দাসনুউরাং এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের অভ্যন্তরে গরু আনতে যাওয়ায় সীমান্তবর্তী অতিক্রম করার অভিযোগে তাকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। পরবর্তীতে স্থানীয় লোকজন সুকীরামকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘শুকুরাম উরাংয়ের মরদেহ কুলাউড়া সদর হাসপাতালে সুরাতাহাল শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























