সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ববি উপাচার্য বরাবর ‘মুলা’ প্রেরণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান নানা সংকটের প্রতিবাদে এবং দ্রুত সমাধানের দাবিতে উপাচার্যের কাছে প্রতীকী ‘মুলা’ পাঠিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সংগঠনের কয়েকজন কর্মী হাতে মূলা নিয়ে উপাচার্য অফিসে উপস্থিত হন। এসময় তারা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার প্রতীক হিসেবেই এই প্রতিবাদ।

ইশাস ববি শাখার সভাপতি হাসিবুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭-৮ মাস পার হলেও এখনো খেলাধুলার জন্য মাঠ প্রস্তুত করতে পারেনি। হিট প্রজেক্টের চূড়ান্ত বোঝাপড়া সম্পন্ন হয়নি বিভাগগুলোর সঙ্গে। শিক্ষকদের পদোন্নতির বিষয়েও অচলাবস্থা। কর্মচারীদের বেতন আটকে আছে, ছাত্রসংসদ নির্বাচনেও গড়িমসি চলছে। প্রশাসন শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, বাস্তবায়ন করছে না। বিভিন্ন সময়ে আমাদের সামনে ‘মূলা’ ঝুলিয়েছে, তাই  আমরা প্রতীকীভাবে মূলাই তাদের অফিসে পৌঁছে দিয়েছি।”

প্রচার সম্পাদক মেহেদি হাসান বলেন, “দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে নানামুখী সংকট বিদ্যমান থাকলেও তার কোনো কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে না। প্রশাসনের আশ্বাস এখন শিক্ষার্থীদের কাছে মূলায় পরিণত হয়েছে। এই ‘মূলা’ নিতে নিতে আমরা ক্লান্ত।”

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে আবাসিক হল সংকট, ক্লাসরুম স্বল্পতা, কেন্দ্রীয় খেলার মাঠের সংস্কার বিলম্ব, কর্মচারীদের বেতন-ভাতা স্থগিত থাকা এবং শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত জটিলতা—এমন নানা সমস্যায় ভুগছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ববি উপাচার্য বরাবর ‘মুলা’ প্রেরণ

প্রকাশিত সময় : ১১:৫৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান নানা সংকটের প্রতিবাদে এবং দ্রুত সমাধানের দাবিতে উপাচার্যের কাছে প্রতীকী ‘মুলা’ পাঠিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে সংগঠনের কয়েকজন কর্মী হাতে মূলা নিয়ে উপাচার্য অফিসে উপস্থিত হন। এসময় তারা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থতার প্রতীক হিসেবেই এই প্রতিবাদ।

ইশাস ববি শাখার সভাপতি হাসিবুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭-৮ মাস পার হলেও এখনো খেলাধুলার জন্য মাঠ প্রস্তুত করতে পারেনি। হিট প্রজেক্টের চূড়ান্ত বোঝাপড়া সম্পন্ন হয়নি বিভাগগুলোর সঙ্গে। শিক্ষকদের পদোন্নতির বিষয়েও অচলাবস্থা। কর্মচারীদের বেতন আটকে আছে, ছাত্রসংসদ নির্বাচনেও গড়িমসি চলছে। প্রশাসন শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, বাস্তবায়ন করছে না। বিভিন্ন সময়ে আমাদের সামনে ‘মূলা’ ঝুলিয়েছে, তাই  আমরা প্রতীকীভাবে মূলাই তাদের অফিসে পৌঁছে দিয়েছি।”

প্রচার সম্পাদক মেহেদি হাসান বলেন, “দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে নানামুখী সংকট বিদ্যমান থাকলেও তার কোনো কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে না। প্রশাসনের আশ্বাস এখন শিক্ষার্থীদের কাছে মূলায় পরিণত হয়েছে। এই ‘মূলা’ নিতে নিতে আমরা ক্লান্ত।”

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে আবাসিক হল সংকট, ক্লাসরুম স্বল্পতা, কেন্দ্রীয় খেলার মাঠের সংস্কার বিলম্ব, কর্মচারীদের বেতন-ভাতা স্থগিত থাকা এবং শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত জটিলতা—এমন নানা সমস্যায় ভুগছে।