বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন। ঢাকায় পৌঁছেছেই বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওয়ানা হয়েছেন তিনি।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিমানবন্দর থেকে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান এ তথ্য জানান
তিনি বলেন, সকাল ১০টা ৪৫ মিনিটে ফ্লাইট অবতরণের পর ডা. জোবাইদা রহমান ভিআইপি গেট দিয়ে বের হন। এরপর সরাসরি চলে যাচ্ছেন এভারকেয়ার হাসপাতালে।
বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা।
এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদাকে লন্ডনে নিতে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় না পৌঁছানোয় তার যাত্রা পেছানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাতে পারে। এরপর খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে রবিবার (৭ ডিসেম্বর) তিনি যাত্রা শুরু করবেন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















