মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিতর্ক পিছু ছাড়ছে না কঙ্গনার

অভিনেত্রী কঙ্গনা রানাউত বলিউডে ঠোঁটকাটা হিসাবে পরিচিত। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে জড়িত অভিনেত্রী। বর্তমানে তিনি বিজেপির হিমাচলপ্রদেশের মান্ডি জেলার সংসদ সদস্য। কিন্তু ব্যক্তিগতজীবন নিয়ে মাঝে মধ্যেই তিনি সামাজিক মাধ্যমে নেটিজেনদের কাছে সমালোচনার খরাক হন। একটা না একটা বিতর্ক লেগেই আছে তার জীবনে। আবার আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী।

এর আগে ২০২০-২১ সালে দিল্লিতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল। সেই সময় অংশ নিয়েছিলেন পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকরা। সেই সময়ে এক বর্ষীয়ান নারী আন্দোলনকারীকে নিয়ে মন্তব্য করেছিলেন অভিনেত্রী। এতে কঙ্গনার বিরুদ্ধে দায়ের হয়েছিল মানহানির মামলা। সেই মামলার জন্যই আগামী ১৫ ডিসেম্বর কঙ্গনাকে পাঞ্জাবের ভটিন্ডা জেলার আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।

অভিনেত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার (৪ নভেম্বর) লোকসভায় তাকে উপস্থিত থাকতে হয়েছিল। যার ফলে উল্লিখিত মানহানি মামলার শুনানিতে আদালতে তিনি হাজিরা দিতে পারেননি। কঙ্গনা নিজেই আদালতকে এমন জানিয়েছেন। এরপরে আদালতের বিচারক ইন্দ্রজিৎ সিংহ পরবর্তী শুনানির দিন অর্থাৎ ১৫ ডিসেম্বর কঙ্গনাকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।

সেদিন কঙ্গনার বিরুদ্ধে মানহানির অভিযোগকারী নারী আন্দোলনকারী মহিন্দর কৌর হুইলচেয়ারে করে বৃহস্পতিবার আদালতে হাজির ছিলেন। সেই সময় তার বয়ান রেকর্ড করা হয়।

কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন পাঞ্জাবের ভটিন্ডা জেলার বাহাদুরগড় জনদিয়ানের ৭৩ বছর বয়সি এই বাসিন্দা। তাকে নিয়ে মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। তখন মহিন্দরের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়ে কঙ্গনা লিখেছিলেন, তিনি নাকি শাহিনবাগের বিলকিস বানু। এমনকি কঙ্গনা দাবি করেছিলেন, কৌরের মতো মানুষকে ১০০ টাকার বিনিময়ে প্রতিবাদ আন্দোলনে নিয়ে আসা যায়।

উল্লেখ্য, গত বছর লোকসভা নির্বাচনে মান্ডি কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি কয়েকটি সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেছেন, তিনি যেমন ভেবেছিলেন, ঠিক তেমনভাবে রাজনীতি উপভোগ করছেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

বিতর্ক পিছু ছাড়ছে না কঙ্গনার

প্রকাশিত সময় : ০৪:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

অভিনেত্রী কঙ্গনা রানাউত বলিউডে ঠোঁটকাটা হিসাবে পরিচিত। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে জড়িত অভিনেত্রী। বর্তমানে তিনি বিজেপির হিমাচলপ্রদেশের মান্ডি জেলার সংসদ সদস্য। কিন্তু ব্যক্তিগতজীবন নিয়ে মাঝে মধ্যেই তিনি সামাজিক মাধ্যমে নেটিজেনদের কাছে সমালোচনার খরাক হন। একটা না একটা বিতর্ক লেগেই আছে তার জীবনে। আবার আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী।

এর আগে ২০২০-২১ সালে দিল্লিতে বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল। সেই সময় অংশ নিয়েছিলেন পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষকরা। সেই সময়ে এক বর্ষীয়ান নারী আন্দোলনকারীকে নিয়ে মন্তব্য করেছিলেন অভিনেত্রী। এতে কঙ্গনার বিরুদ্ধে দায়ের হয়েছিল মানহানির মামলা। সেই মামলার জন্যই আগামী ১৫ ডিসেম্বর কঙ্গনাকে পাঞ্জাবের ভটিন্ডা জেলার আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।

অভিনেত্রী জানিয়েছেন, বৃহস্পতিবার (৪ নভেম্বর) লোকসভায় তাকে উপস্থিত থাকতে হয়েছিল। যার ফলে উল্লিখিত মানহানি মামলার শুনানিতে আদালতে তিনি হাজিরা দিতে পারেননি। কঙ্গনা নিজেই আদালতকে এমন জানিয়েছেন। এরপরে আদালতের বিচারক ইন্দ্রজিৎ সিংহ পরবর্তী শুনানির দিন অর্থাৎ ১৫ ডিসেম্বর কঙ্গনাকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।

সেদিন কঙ্গনার বিরুদ্ধে মানহানির অভিযোগকারী নারী আন্দোলনকারী মহিন্দর কৌর হুইলচেয়ারে করে বৃহস্পতিবার আদালতে হাজির ছিলেন। সেই সময় তার বয়ান রেকর্ড করা হয়।

কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন পাঞ্জাবের ভটিন্ডা জেলার বাহাদুরগড় জনদিয়ানের ৭৩ বছর বয়সি এই বাসিন্দা। তাকে নিয়ে মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী। তখন মহিন্দরের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়ে কঙ্গনা লিখেছিলেন, তিনি নাকি শাহিনবাগের বিলকিস বানু। এমনকি কঙ্গনা দাবি করেছিলেন, কৌরের মতো মানুষকে ১০০ টাকার বিনিময়ে প্রতিবাদ আন্দোলনে নিয়ে আসা যায়।

উল্লেখ্য, গত বছর লোকসভা নির্বাচনে মান্ডি কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সম্প্রতি কয়েকটি সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেছেন, তিনি যেমন ভেবেছিলেন, ঠিক তেমনভাবে রাজনীতি উপভোগ করছেন না।