বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনকে ঘিরে বাড়ছে শিক্ষার্থীদের উৎসবের আমেজ। আগামী ২১ ডিসেম্বর, রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সমাবর্তন।
আয়োজনকে আরও প্রাণবন্ত করতে লাইভ পারফর্ম করতে আসছেন দেশের দুই জনপ্রিয় সংগীত তারকা খ্যাতনামা ব্যান্ড “শিরোনামহীন” এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শি।
ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। শিরোনামহীন ও পড়শীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পারফর্ম করতে আসার খবর ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ।
সমাবর্তন উপলক্ষে পুরো ক্যাম্পাসজুড়ে সাজসজ্জার পাশাপাশি চলছে বিশেষ প্রস্তুতি। শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিল্পীরা পরিবেশন করবেন তাদের জনপ্রিয় সব গান। তাদের সুরে মুখরিত হবে সমাবর্তনের পুরো প্রাঙ্গণ।

রায়হান রোহানঃ 





















