জীবনের দীর্ঘ সংগ্রাম, কষ্ট ও সাফল্যে অসাধারণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ রাজশাহীতে পাঁচ বিশিষ্ট নারীকে দেওয়া হয়েছে বিশেষ সম্মাননা।
বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় “অদম্য নারী” শীর্ষক এ অনুষ্ঠানের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। অতিথিরা অদম্য নারীদের হাতে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মাননা প্রাপ্ত নারীরা নিজেদের জীবনের পথচলার গল্প তুলে ধরে জানান, কীভাবে নানা বাধা, বঞ্চনা ও নির্যাতনের বিরুদ্ধে লড়ে তারা আজকের অবস্থানে পৌঁছেছেন।
অদম্য নারী হাসিনা তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ছোট থেকে বড় হওয়ার পথটা সহজ ছিল না। অপমান, নির্যাতন আর লাঞ্ছনা সঙ্গী করেই এগোতে হয়েছে। তবুও হার মানিনি, ভয় পাইনি। অগ্রগতির জন্য সবসময় কঠোর পরিশ্রম করেছি।
আরেক সম্মাননা প্রাপ্ত সুমনা বলেন, বিয়ের পর থেকেই নির্যাতনের শিকার হচ্ছি, যা এখনো চলছে। মা-মেয়ের পরিবার হিসেবে অনেক লাঞ্ছনা সয়েও টিকে আছি। ভবিষ্যৎ কী হবে জানি না, তবে বিশ্বাস করি, একদিন সফলতা আসবেই।
অনুষ্ঠানে বক্তারা বেগম রোকেয়া দিবসে নারীর প্রতি সহিংসতা রোধ, তাদের অধিকার নিশ্চিতকরণ এবং সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সম্মাননা প্রাপ্তদের অদম্য মনোবল ও দৃঢ় ইচ্ছাশক্তিকে সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক বলে মন্তব্য করেন তারা।

রিপোর্টারের নাম 






















