আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কি না, তা জানাননি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার পদত্যাগের বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্ত থেকে জানানো হবে জানিয়েছেন তিনি।
বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে নিজের অধীনস্থ দুটি মন্ত্রণালয় থেকে গৃহীত বিভিন্ন কর্মাণ্ডের চিত্র তুলে ধরেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ‘আমি নির্বাচন করব, এটি স্পষ্ট। তবে কোত্থেকে করব, কোন দল থেকে করব; সেটি পরবর্তী সময়ে জানানো হবে।’
তফসিল ঘোষণার আগে পদত্যাগ করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আমার পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। আমাকে ওপরের নির্দেশনা মেনে চলতে হয়। এ জন্য এ ব্যাপারে আর বিস্তারিত বলা সম্ভব নয়।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















