বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে নিয়ে যা বললেন রিয়া চক্রবর্তী

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বরাবরই খোলামেলা কথা বলেন। এবার মেয়েদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষত মাতৃত্বের বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। সম্প্রতি বিয়ে এবং মাতৃত্ব নিয়ে সামাজিক প্রত্যাশা ও চাপের প্রসঙ্গে কথা বলার সময় রিয়া স্পষ্ট জানালেন, মা হতে তিনি প্রস্তুত হলেও বিয়ে নিয়ে তার কোনো মাথাব্যথা নেই।

সম্প্রতি নিজের পডকাস্টে ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন রিয়া। তিনি জানান, ৩৩ বছর বয়সে এসে তিনি এগ ফ্রিজিং বা ডিম্বাণু সংরক্ষণের কথা ভাবছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বয়স ৩৩ বছর। আমি সম্প্রতি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে এগ ফ্রিজিংয়ের জন্য গিয়েছিলাম। আমিও ভাবছি এটা করব।’

মাতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন ও শরীরের দ্বন্দ্বের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমাদের শরীরের ঘড়ি কখনও কখনও আমাদের বলে ‘তুমি বাচ্চা নাও’। কিন্তু মন আবার বলে, ‘তুমি তো নিজেই এখনও বাচ্চা। তোমার নিজস্ব ব্র্যান্ড আছে, ব্যবসা আছে। তোমাকে আবার বাচ্চাও সামলাতে হবে’?’

তবে বিয়ে নিয়ে সমাজের নানা ধরনের চাপ প্রসঙ্গে রিয়া তার নিজস্ব মতামত জানান। তার কথায়, ‘আমি বিয়ের জন্য কোনো সঠিক বয়সে বিশ্বাসী নই। বিয়ে করার অনেক সময় আছে।’

এগ ফ্রিজিং প্রক্রিয়াটি শারীরিক দিক থেকে যন্ত্রণাদায়ক হতে পারে উল্লেখ করে রিয়া পরামর্শ দিয়েছেন, যদি কেউ এই পদ্ধতি গ্রহণ করতে চান, তবে দেরি না করে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত।

প্রসঙ্গত, রিয়া চক্রবর্তী ২০০৯ সালে একজন জনপ্রিয় এমটিভি ভিজে হিসেবে বিনোদন জগতে প্রথম পা রাখেন। ব্যক্তিগত জীবনে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের কারণে তিনি দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রে ছিলেন। বর্তমানে জীবনের নতুন অধ্যায়ের দিকে মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিয়ে নিয়ে যা বললেন রিয়া চক্রবর্তী

প্রকাশিত সময় : ০৪:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও বরাবরই খোলামেলা কথা বলেন। এবার মেয়েদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষত মাতৃত্বের বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। সম্প্রতি বিয়ে এবং মাতৃত্ব নিয়ে সামাজিক প্রত্যাশা ও চাপের প্রসঙ্গে কথা বলার সময় রিয়া স্পষ্ট জানালেন, মা হতে তিনি প্রস্তুত হলেও বিয়ে নিয়ে তার কোনো মাথাব্যথা নেই।

সম্প্রতি নিজের পডকাস্টে ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন রিয়া। তিনি জানান, ৩৩ বছর বয়সে এসে তিনি এগ ফ্রিজিং বা ডিম্বাণু সংরক্ষণের কথা ভাবছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার বয়স ৩৩ বছর। আমি সম্প্রতি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে এগ ফ্রিজিংয়ের জন্য গিয়েছিলাম। আমিও ভাবছি এটা করব।’

মাতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন ও শরীরের দ্বন্দ্বের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমাদের শরীরের ঘড়ি কখনও কখনও আমাদের বলে ‘তুমি বাচ্চা নাও’। কিন্তু মন আবার বলে, ‘তুমি তো নিজেই এখনও বাচ্চা। তোমার নিজস্ব ব্র্যান্ড আছে, ব্যবসা আছে। তোমাকে আবার বাচ্চাও সামলাতে হবে’?’

তবে বিয়ে নিয়ে সমাজের নানা ধরনের চাপ প্রসঙ্গে রিয়া তার নিজস্ব মতামত জানান। তার কথায়, ‘আমি বিয়ের জন্য কোনো সঠিক বয়সে বিশ্বাসী নই। বিয়ে করার অনেক সময় আছে।’

এগ ফ্রিজিং প্রক্রিয়াটি শারীরিক দিক থেকে যন্ত্রণাদায়ক হতে পারে উল্লেখ করে রিয়া পরামর্শ দিয়েছেন, যদি কেউ এই পদ্ধতি গ্রহণ করতে চান, তবে দেরি না করে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত।

প্রসঙ্গত, রিয়া চক্রবর্তী ২০০৯ সালে একজন জনপ্রিয় এমটিভি ভিজে হিসেবে বিনোদন জগতে প্রথম পা রাখেন। ব্যক্তিগত জীবনে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের কারণে তিনি দীর্ঘ সময় ধরে আলোচনার কেন্দ্রে ছিলেন। বর্তমানে জীবনের নতুন অধ্যায়ের দিকে মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী।