ভেনেজুয়েলার উপকূল থেকে নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১০ ডিসেম্বর) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার উপকূল থেকে আমরা একটি ট্যাংকার জব্দ করেছি। এটি বেশ বড় আকারের, আসলে এখন পর্যন্ত আটক হওয়ার সবচেয়ে বড়।’
বিবিসি বলছে, ২০১৯ সাল থেকে বলবৎ মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে এই প্রথম ভেনেজুয়েলার কোনো তেলবাহী কার্গো জব্দ হলো। ট্রাম্প বারবার ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা উত্থাপন করেছেন। গত কয়েক মাস ধরে ট্রাম্পের নির্দেশে সামরিক উপস্থিতি বৃদ্ধির পর ভেনেজুয়েলার বিরুদ্ধে এটি ট্রাম্প প্রশাসনের প্রথম কোনো সরাসরি পদক্ষেপ।
এদিকে মার্কিন সরকারের কাজে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে ভেনেজুয়েলা বলেছে, এভাবে জনসম্মুখে চৌর্যবৃত্তি করেছে যুক্তরাষ্ট্র এবং তাদের কাজ আন্তর্জাতিক জলদস্যুতার পর্যায়ে পড়ে। পুরো ঘটনাটি আন্তর্জাতিক সংস্থাগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও উল্লেখ করেছে তারা।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ এনেছে এবং সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট মাদুরোকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা জোরদার করেছে।
এদিকে ভেনেজুয়েলা উপকূলে তেলের ট্যাংকার জব্দের ঘটনার পর বুধবার ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে গেছে। কারণ স্বল্পমেয়াদী সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, এই পদক্ষেপ জাহাজ চলাচল হুমকির মুখে ফেলতে পারে এবং ভেনেজুয়েলার তেল রপ্তানি আরও ব্যাহত হতে পারে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























