চলতি বছর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদোর পক্ষে তার মেয়ে পুরস্কার গ্রহণ করেছেন। মেয়ে আনা করিনা সোসা বলেছেন, তার মা একটি স্বাধীন ভেনেজুয়েলা গঠন করছেন এবং সেই লক্ষ্যে তিনি কখনো হাল ছাড়বেন না। গতকাল পুরস্কার গ্রহণকালে এসব কথা বলেন সোসা।
নোবেল ইনস্টিটিউট জানিয়েছে, ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী ‘নিরাপদ’ ছিলেন এবং অসলো ভ্রমণ করবেন, তবে বুধবার নির্ধারিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার মেয়ে আনা করিনা সোসা তার মায়ের পক্ষে পুরস্কার গ্রহণ করেন এবং অসলোর সিটি হলে অনুষ্ঠানে তার লেখা একটি বক্তৃতা দেন।
নোবেল ইনস্টিটিউট ভেনেজুয়েলায় ‘একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তর অর্জনের সংগ্রামের’ জন্য মাচাদোকে পুরস্কার প্রদান করে। বিরোধীদলীয় নেত্রীর মেয়ে দুই বছর ধরে তার মাকে দেখতে না পাওয়ার ব্যক্তিগত বেদনার কথা বলে তার বক্তৃতা শুরু করেন।
২০২৪ সালের জুলাই মাসে ভেনেজুয়েলার বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনের পরপরই মাচাদো আত্মগোপনে চলে যান।
সোসা তার মায়ের লেখা একটি বক্তৃতা দেন, যেখানে শ্রোতাদের উদ্দেশে বলেন, ভেনেজুয়েলার মানুষ আবার জড়িয়ে ধরবে। আবার প্রেমে পড়।
মাদের রাস্তাগুলো হাসি এবং সংগীতে ভরে উঠুক। তিনি আরও বলেন, বিশ্ব যেসব সহজ আনন্দকে স্বাভাবিক মনে করে তা আমাদেরই হবে।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 























