ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। ট্যাংকারটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ১৮ জন নাবিক ছিলেন।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকে শনিবারের (১৩ ডিসেম্বর) মধ্যে এই জাহাজটিকে আটক করা হয়।
এদিকে দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফার্স বার্তা সংস্থা জানায়, ওমান সাগরের উপকূলের কাছে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী ট্যাংকারে অভিযান চালানো হয়েছে।
ওই জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল বলেও দাবি করা হয়।
এর আগে ইরানি বাহিনী নিয়মিতভাবে উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজ আটকানোর ঘোষণা দিয়েছে।
এছাড়া গত মাসে ইরান উপসাগরীয় জলসীমায় অননুমোদিত পণ্য বহনের অভিযোগে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে। একইসঙ্গে এটিকে অন্য কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে যে ধারণা দেওয়া হয়েছিল, তা নাকচও করে দেয় দেশটি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করার দুই দিন পর এবার ইরান কর্তৃক জাহাজ জব্দের ঘটনা ঘটল।

রিপোর্টারের নাম 





















