১৬ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করার নতুন আইনের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার আদালতে মামলা করেছে মার্কিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিট।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রেডিট বলছে- এই আইন রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা সীমিত করে এবং ভুলভাবে রেডিটকে সাধারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত করেছে। এই নিষেধাজ্ঞার ফলে কিশোররা অনলাইন রাজনৈতিক আলোচনায় অংশ নিতে পারবে না। পাশাপাশি বয়স যাচাইয়ের জন্য প্ল্যাটফর্মগুলোকে অনধিকারমূলক ও জটিল পদ্ধতি ব্যবহার করতে বাধ্য করা হবে।
গত বছর এই আইন পাস করা অস্ট্রেলিয়া সরকারের মতে, শিশুদেরকে অনলাইন ক্ষতি থেকে রক্ষা করার জন্য এটি বিশ্বের প্রথম উদ্যোগ। আইনে বলা হয়েছে, প্রযুক্তি কোম্পানিগুলোকে নিশ্চিত করতে হবে যেন ১৬ বছরের নিচে কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে না পারে। তা না হলে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে।
জানা গেছে, শুধু রেডিট নয়, কিছু কিশোর ও নাগরিক অধিকার সংগঠনও আলাদা একটি মামলায় এই আইনকে চ্যালেঞ্জ জানিয়েছে।
তবে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই আইনকে সমর্থন করে বলেছেন, ‘শিশুদের সুরক্ষার স্বার্থে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর এই নিয়ম মেনে চলা উচিত।’

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 





















