সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অপেক্ষার ফল মিষ্টি হয়েছে

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার দুই বছর পর অভিনয়ে এলেন। কেন অপেক্ষায় ছিলেন?

আমি পড়াশোনা ও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। অনেকটা শখের বশেই শোবিজে পা রেখেছি। আশপাশের অনেকের উৎসাহে ২০২৩ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ নাম লেখাই।

তারপর তো বিজয়ী হলাম। নির্মাতারা আমাকে নিয়ে কাজ করার আগ্রহ দেখাতে শুরু করলেন। তবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম খুব কম কাজ করব। আসলে পড়াশোনা ও ব্যবসার পর যদি সময় পাই তাহলে কাজ হাতে নেব।

তৌসিফ মাহবুব ভাইয়ের সঙ্গে পরিচয় অনেক দিনের। তিনি আমার সঙ্গে কাজ করার কথা জানালেন। একদিন ‘ফার্স্ট লাভ’-এর গল্পও শোনালেন। তখন মনে হলো, কাজটা করা যায়।
দুই সপ্তাহে নাটকটি ৮২ লাখের বেশিবার দেখা হয়েছে ইউটিউবে। দর্শক সুন্দর সুন্দর মন্তব্যও করেছে। এতটা সাড়া পাবেন ভেবেছিলেন?

না। অপ্রত্যাশিত সাড়া পেয়েছি।

অভিনয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়েছি। শোবিজের অনেকে নাটকটি দেখে খুব প্রশংসা করেছেন। আমাকেও নিয়মিত অভিনয় করতে বলছেন। সহকর্মীদের এমন উৎসাহ আমাকে অনুপ্রেরণা দিচ্ছে। মনে হচ্ছে, অপেক্ষার ফল মিষ্টি হয়েছে। এখন থেকে সময় বের করতে পারলেই অভিনয় করব বলে সিদ্ধান্ত নিয়েছি।

নতুন কাজ হাতে নিয়েছেন?

আক্ষরিক অর্থে বলতে গেলে ‘না’। প্রচুর নাটকের প্রস্তাব এসেছে। সেই সঙ্গে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রেরও প্রস্তাব পেয়েছি। তবে কাউকে এখনো ‘হ্যাঁ’ বলিনি। ‘ফার্স্ট লাভ’ দেখুন, চলচ্চিত্রের চেয়ে কোনো অংশে কম নয়। দৈর্ঘ্যও দেখেন এক ঘণ্টা ৩১ মিনিটের বেশি। তার মানে আমাদের শুটিং করতে সময় লেগেছে বেশ কয়েক দিন। আমার পক্ষে এই মুহূর্তে টানা এত দিন সময় দেওয়াটা কঠিন। বিবিএ পড়ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। দুই বছর হাতে নিয়েছি। এর মধ্যেই কোর্সটা শেষ করতে চাই। ওদিকে নিজের ব্যবসার পাশাপাশি আরো কয়েকটি ব্যবসার পার্টনার হিসেবে যুক্ত আছি। সেগুলোতেও সময় দিতে হয়। দু-তিন দিনের শিডিউলে কিছু হলে করার ইচ্ছা আছে।

 

১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। তার আগে রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে বুঝতে পারছি না। নেতাকর্মীরা প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত থাকবেন। তখন মানুষ কি বিনোদন নিয়ে ভাববে! নাটক-গান কি দেখবে? দেখি পরিস্থিতি কী দাঁড়ায়

এর মধ্যে রোজার ঈদ ও ভালোবাসা দিবস উপলক্ষে নাটক নির্মাণ শুরু হয়েছে। তাহলে এই দুই উৎসবে আপনাকে পাওয়া যাবে না…

নির্দিষ্ট করে বলতে পারছি না। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। তার আগে তো রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে বুঝতে পারছি না। নেতাকর্মীরা প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত থাকবেন। তখন মানুষ কি বিনোদন নিয়ে ভাববে! নাটক-গান কি দেখবে? দেখি পরিস্থিতি কী দাঁড়ায়। তবে রোজার ঈদে না থাকলেও কোরবানির ঈদে কয়েকটি কাজে আমাকে পাবেন।

আপনার তো ‘স্মাইল ব্লসম’ নামের একটি চ্যারিটি ফান্ড আছে। এখান থেকে কী কী কাজ করেন?

আমরা অসহায় রোগীদের চিকিৎসাসেবা দিই। এ ছাড়া প্রাণী নিয়েও কাজ করি। সম্প্রতি যোগ হয়েছে বিভিন্ন বিদ্যালয়ে অনুদান দেওয়া। কোথাও ফ্যান, কোথায় বেঞ্চ দিই। তা ছাড়া মেধাবী শিক্ষার্থীদের পাশেও দাঁড়াই। সামনে এই চ্যারিটি নিয়ে বিস্তারিত অনেক পরিকল্পনা আছে। আপাতত সেগুলো সাজাচ্ছি।

কত দিন পরে আপনাকে চলচ্চিত্রে দেখা যাবে?

নির্মাতারা পারলে এখনই চুক্তিবদ্ধ করাতে চান। আমি সেটা চাই না। এখন বাংলাদেশের চলচ্চিত্র বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। কথাটা যেমন ঠিক তেমনি এই ছবিগুলোতে নারীদের চরিত্র কতটা গুরুত্বপূর্ণ সেটাও দেখতে হবে। কয়েকটি দৃশ্য আর গানের জন্য আমি পর্দায় হাজির হতে পারব না। অন্তত আমার চরিত্রটি যদি সমাজে কোনো মেসেজ দিতে না পারে তাহলে তো করার মানে নেই। ভালো গল্প ও ভালো চরিত্র যেদিন পাব সেদিন চলচ্চিত্রে আমাকে পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অপেক্ষার ফল মিষ্টি হয়েছে

প্রকাশিত সময় : ০৫:০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার দুই বছর পর অভিনয়ে এলেন। কেন অপেক্ষায় ছিলেন?

আমি পড়াশোনা ও ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি। অনেকটা শখের বশেই শোবিজে পা রেখেছি। আশপাশের অনেকের উৎসাহে ২০২৩ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ নাম লেখাই।

তারপর তো বিজয়ী হলাম। নির্মাতারা আমাকে নিয়ে কাজ করার আগ্রহ দেখাতে শুরু করলেন। তবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম খুব কম কাজ করব। আসলে পড়াশোনা ও ব্যবসার পর যদি সময় পাই তাহলে কাজ হাতে নেব।

তৌসিফ মাহবুব ভাইয়ের সঙ্গে পরিচয় অনেক দিনের। তিনি আমার সঙ্গে কাজ করার কথা জানালেন। একদিন ‘ফার্স্ট লাভ’-এর গল্পও শোনালেন। তখন মনে হলো, কাজটা করা যায়।
দুই সপ্তাহে নাটকটি ৮২ লাখের বেশিবার দেখা হয়েছে ইউটিউবে। দর্শক সুন্দর সুন্দর মন্তব্যও করেছে। এতটা সাড়া পাবেন ভেবেছিলেন?

না। অপ্রত্যাশিত সাড়া পেয়েছি।

অভিনয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়েছি। শোবিজের অনেকে নাটকটি দেখে খুব প্রশংসা করেছেন। আমাকেও নিয়মিত অভিনয় করতে বলছেন। সহকর্মীদের এমন উৎসাহ আমাকে অনুপ্রেরণা দিচ্ছে। মনে হচ্ছে, অপেক্ষার ফল মিষ্টি হয়েছে। এখন থেকে সময় বের করতে পারলেই অভিনয় করব বলে সিদ্ধান্ত নিয়েছি।

নতুন কাজ হাতে নিয়েছেন?

আক্ষরিক অর্থে বলতে গেলে ‘না’। প্রচুর নাটকের প্রস্তাব এসেছে। সেই সঙ্গে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রেরও প্রস্তাব পেয়েছি। তবে কাউকে এখনো ‘হ্যাঁ’ বলিনি। ‘ফার্স্ট লাভ’ দেখুন, চলচ্চিত্রের চেয়ে কোনো অংশে কম নয়। দৈর্ঘ্যও দেখেন এক ঘণ্টা ৩১ মিনিটের বেশি। তার মানে আমাদের শুটিং করতে সময় লেগেছে বেশ কয়েক দিন। আমার পক্ষে এই মুহূর্তে টানা এত দিন সময় দেওয়াটা কঠিন। বিবিএ পড়ছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। দুই বছর হাতে নিয়েছি। এর মধ্যেই কোর্সটা শেষ করতে চাই। ওদিকে নিজের ব্যবসার পাশাপাশি আরো কয়েকটি ব্যবসার পার্টনার হিসেবে যুক্ত আছি। সেগুলোতেও সময় দিতে হয়। দু-তিন দিনের শিডিউলে কিছু হলে করার ইচ্ছা আছে।

 

১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। তার আগে রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে বুঝতে পারছি না। নেতাকর্মীরা প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত থাকবেন। তখন মানুষ কি বিনোদন নিয়ে ভাববে! নাটক-গান কি দেখবে? দেখি পরিস্থিতি কী দাঁড়ায়

এর মধ্যে রোজার ঈদ ও ভালোবাসা দিবস উপলক্ষে নাটক নির্মাণ শুরু হয়েছে। তাহলে এই দুই উৎসবে আপনাকে পাওয়া যাবে না…

নির্দিষ্ট করে বলতে পারছি না। ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। তার আগে তো রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে বুঝতে পারছি না। নেতাকর্মীরা প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত থাকবেন। তখন মানুষ কি বিনোদন নিয়ে ভাববে! নাটক-গান কি দেখবে? দেখি পরিস্থিতি কী দাঁড়ায়। তবে রোজার ঈদে না থাকলেও কোরবানির ঈদে কয়েকটি কাজে আমাকে পাবেন।

আপনার তো ‘স্মাইল ব্লসম’ নামের একটি চ্যারিটি ফান্ড আছে। এখান থেকে কী কী কাজ করেন?

আমরা অসহায় রোগীদের চিকিৎসাসেবা দিই। এ ছাড়া প্রাণী নিয়েও কাজ করি। সম্প্রতি যোগ হয়েছে বিভিন্ন বিদ্যালয়ে অনুদান দেওয়া। কোথাও ফ্যান, কোথায় বেঞ্চ দিই। তা ছাড়া মেধাবী শিক্ষার্থীদের পাশেও দাঁড়াই। সামনে এই চ্যারিটি নিয়ে বিস্তারিত অনেক পরিকল্পনা আছে। আপাতত সেগুলো সাজাচ্ছি।

কত দিন পরে আপনাকে চলচ্চিত্রে দেখা যাবে?

নির্মাতারা পারলে এখনই চুক্তিবদ্ধ করাতে চান। আমি সেটা চাই না। এখন বাংলাদেশের চলচ্চিত্র বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। কথাটা যেমন ঠিক তেমনি এই ছবিগুলোতে নারীদের চরিত্র কতটা গুরুত্বপূর্ণ সেটাও দেখতে হবে। কয়েকটি দৃশ্য আর গানের জন্য আমি পর্দায় হাজির হতে পারব না। অন্তত আমার চরিত্রটি যদি সমাজে কোনো মেসেজ দিতে না পারে তাহলে তো করার মানে নেই। ভালো গল্প ও ভালো চরিত্র যেদিন পাব সেদিন চলচ্চিত্রে আমাকে পাবেন।