ব্যক্তিগত জীবন এতদিন যেটুকু আড়ালে রেখেছিলেন, এবার সেই প্রেম, বিয়ে আর বাগদানের গল্প নিজেই সবার সামনে তুলে ধরলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অর্জুন রামপাল ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এক পডকাস্টে নিজের বাগদানের বিষয়টি সামনে এনেছে অর্জুন রামপাল। জানান দীর্ঘদিনের বান্ধবী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস-এর সঙ্গে তার প্রেম রসায়নের গল্প। একই সঙ্গে এই নিয়ে মুখ খুলেন তার দীর্ঘ ৬ বছরের প্রেমিকা গ্যাব্রিয়েলাও।
বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সেই পডকাস্টে কথায় কথায় তাদের বিয়ের প্রসঙ্গ উঠতেই গ্যাব্রিয়েলা বলেন, ‘আমাদের দুজনের বাগদান হয়ে গিয়েছে। এই প্রথমবার এই নিয়ে আমরা মুখ খুললাম। তবে আমরা বিবাহিত নই তো কী হয়েছে? ভবিষ্যতে কী হবে তা কি বলা যায়?’সঙ্গে সঙ্গে তার ভুল শুধরে নিয়ে অর্জুন বলেন, ‘তবে বিয়ে না করলেও আমাদের বাগদান হয়ে গিয়েছে।’ যা শুনে রিয়া রীতিমতো অবাক হয়ে যায়। উল্লেখ্য, গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের প্রায় ছয় বছরের সম্পর্ক। এই সম্পর্কে জড়ানোর আগে অর্জুন ১৯৯৮ সালে গাঁটছড়া বেঁধেছিলেন মডেল মেহর জেসিয়ার সঙ্গে। সেই বিয়ে থেকে দুই সন্তান রয়েছে অর্জুন ও মেহরের। মাহিকা রাম্পাল ও মাইরা রামপাল। কিন্তু সেই বিয়ে ২০১৯ সালে ভেঙে যায়। ওই বছর থেকেই গ্যাব্রিয়ালের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান অর্জুন।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















