সংসার ভাঙার বিষয়টি গোপন রেখেছিলেন ছোটপর্দার অভিনয়শিল্প সংঘর সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। দীর্ঘ ছয় বছর পর সংসার ভাঙার খবর ফাঁস করে দিলেন তারই স্ত্রী মমরেনাজ মোমে। নিজে ফেসবুকে এক স্ট্যাটাসে আনুষ্ঠানিকভাবে তথ্যটি প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, বেশ অনেক আগেই তারা দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। দীর্ঘদিনের গোপন বিচ্ছেদের বিষয়টি অবশেষে প্রকাশ্যে আনলেন তিনি নিজেদের স্বস্তির জন্য।
আজ রোববার (১৪ ডিসেম্বর) অপুর স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লেখেন, ‘অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, লজ্জার জন্য দীর্ঘ ৬ বছরের বিচ্ছেদ চেপে রাখার সিদ্ধান্ত দুই জন মিলে নিয়েছিলাম। গোপনীয়তা বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল দুই জনের জন্যই। তাই দুজনের সিদ্ধান্তে আমরা বিষয়টি পরিষ্কার হতে চাই! এখন খুব আন্তরিকভাবে দুজনের সিদ্ধান্তেই আমরা বিষয়টি প্রকাশ্যে আনছি।’ তিনি আরও লেখেন, ‘বিচ্ছেদ মানেই ধ্বংস নয়, শেষ হয়ে যাওয়া নয়।’
জীবনের কিছু সিদ্ধান্ত সময় নিয়ে পরিপক্বতার সঙ্গে নিতে হয় সেটাই বোঝালেন অভিনেত্রীর স্ত্রী। তাদের সম্পর্কের পথচলা শেষ হলেও, সেটিকে ব্যর্থতা হিসেবে দেখছেন না তিনি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















