ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতেই টার্গেট কিলিং হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর বধ্যভূমিতে শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ বলেন, ‘ওসমান হাদিকে যারা হত্যাচেষ্টা করেছে, তাদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। নির্বাচন বানচাল ও অভ্যুত্থানকে নস্যাৎ করতে টার্গেট কিলিং হচ্ছে। টার্গেট কিলিংয়ের সঙ্গে জড়িত প্রশাসন, সরকারের ভেতরের বাইরের সবাইকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।’
তিনি বলেন, ‘হাদির ঘটনাকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক দল একে অপরকে দোষারোপ করছে। সবাইকে এখান থেকে সরে এসে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। না হলে ফ্যাসিস্ট শক্তি সবচেয়ে বেশি সুবিধা পাবে।’
এনসিপির এই নেতা বলেন, ‘যেসব সুশীল বুদ্ধিজীবীরা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করে যাচ্ছে, জনগণের পক্ষের বুদ্ধিজীবীরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাবেন বলে আশা করি।’
তিনি অভিযোগের সুরে বলেন, ‘আইনশৃঙ্খলায় সরকারের দুর্বলতা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী মানুষের আস্থায় আসতে পারেনি।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























