মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়নপত্র কিনেন।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শিশির আসাদ, তানবীরুল বারী নয়ন ও তেঁতুলিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব।

মনোনয়নপত্র কেনার বিষয়টি মুঠোফোনে সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত সারজিস আলম। তিনি বলেছেন, পার্টির পক্ষ থেকে আমাকে পঞ্চগড়-১ আসনে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। আজ দলের নেতাকর্মীরা মনোনয়ন কিনেছেন।

সারজিস আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ যারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে নির্বাচনের সাথে জড়িত, তাদের সজাগ থাকতে হবে। কারণ, ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার মধ্যে দিয়ে নতুন করে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, খুনিরা তো তাদের জায়গা থেকে সুষ্ঠু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। তারা কখনো গণতান্ত্রিক ছিল না। গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা, সেটাতে তারা সহযোগিতা করবে না। সেই জায়গা থেকে জুলাইয়ের যে শক্তি সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং অন্তবর্তী সরকার ও এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় সবাইকে তাদের সর্বোচ্চ যে কার্যক্রমগুলো, সেগুলো হাতে নিতে হবে। তাহলে আশা করি, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র কিনলেন সারজিস

প্রকাশিত সময় : ১০:৪৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়নপত্র কিনেন।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শিশির আসাদ, তানবীরুল বারী নয়ন ও তেঁতুলিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব।

মনোনয়নপত্র কেনার বিষয়টি মুঠোফোনে সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত সারজিস আলম। তিনি বলেছেন, পার্টির পক্ষ থেকে আমাকে পঞ্চগড়-১ আসনে প্রার্থী নির্ধারণ করা হয়েছে। আজ দলের নেতাকর্মীরা মনোনয়ন কিনেছেন।

সারজিস আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ যারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে নির্বাচনের সাথে জড়িত, তাদের সজাগ থাকতে হবে। কারণ, ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার মধ্যে দিয়ে নতুন করে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, খুনিরা তো তাদের জায়গা থেকে সুষ্ঠু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে। তারা কখনো গণতান্ত্রিক ছিল না। গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা, সেটাতে তারা সহযোগিতা করবে না। সেই জায়গা থেকে জুলাইয়ের যে শক্তি সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে এবং অন্তবর্তী সরকার ও এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় সবাইকে তাদের সর্বোচ্চ যে কার্যক্রমগুলো, সেগুলো হাতে নিতে হবে। তাহলে আশা করি, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারব।