মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের অখণ্ডতা-সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‍“ভারত যদি মনে করে, আগের মতো হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারচুপি করবে; সেটি আমরা ভুল প্রমাণ করব। ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। ভারতকে সাবধান থাকতে হবে। বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক রাখতে হবে।”

সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ দেওয়া বক্তব্যে ভারতের বিরুদ্ধে এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না। এটি প্রত্যাহার করতে হবে। অথর্ব এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এই দায়িত্বে থাকতে পারেন না। ৫ আগস্টের পর মামলা-বাণিজ্য করা হয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়নি।”

নাহিদ ইসলাম বলেন “হাদির ওপর হামলায় বাংলাদেশ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ এবং জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ, সেই বার্তা দিতে আজকের এই সমাবেশ।”

এনসিপির আহ্বায়ক বলেন, “গোয়েন্দা সংস্থাকে বিরোধী দল দমনে ব্যবহার করা হয়েছে। তারা গুম-খুন করেছে দক্ষতার সাথে। কিন্তু এখন খুনিকে ধরতে পারে না। ডিপ স্টেট নিয়ে কথা বলতে হবে। একাত্তর সাল থেকে প্রতিরোধ শুরু হয়েছিল, এখনো চলছে। আগামীকাল (১৬ ডিসেম্বর) উৎসব করতে নয়, প্রতিরোধ যাত্রা করব। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ যাত্রা করব।”

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “শুধু হাদির প্রয়োজনে নয়, বাংলাদেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়েছি। স্বাধীনতা-সার্বভৌমত্বকে ভারতের দালালদের হাতে তুলে দেব না। শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িত সব খুনিকে হস্তান্তর করতে হবে। আমাদের নিরাপত্তার ভয় দেখিয়ে লাভ নেই।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভারতের অখণ্ডতা-সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল: নাহিদ

প্রকাশিত সময় : ১০:৪৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‍“ভারত যদি মনে করে, আগের মতো হস্তক্ষেপ করবে, নির্বাচনে কারচুপি করবে; সেটি আমরা ভুল প্রমাণ করব। ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব বাংলাদেশের ওপর নির্ভরশীল। ভারতকে সাবধান থাকতে হবে। বাংলাদেশের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক রাখতে হবে।”

সোমবার (১৫ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ দেওয়া বক্তব্যে ভারতের বিরুদ্ধে এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, “ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না। এটি প্রত্যাহার করতে হবে। অথর্ব এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে এই দায়িত্বে থাকতে পারেন না। ৫ আগস্টের পর মামলা-বাণিজ্য করা হয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়নি।”

নাহিদ ইসলাম বলেন “হাদির ওপর হামলায় বাংলাদেশ আক্রান্ত হয়েছে। বাংলাদেশ এবং জুলাই বিপ্লবীরা ঐক্যবদ্ধ, সেই বার্তা দিতে আজকের এই সমাবেশ।”

এনসিপির আহ্বায়ক বলেন, “গোয়েন্দা সংস্থাকে বিরোধী দল দমনে ব্যবহার করা হয়েছে। তারা গুম-খুন করেছে দক্ষতার সাথে। কিন্তু এখন খুনিকে ধরতে পারে না। ডিপ স্টেট নিয়ে কথা বলতে হবে। একাত্তর সাল থেকে প্রতিরোধ শুরু হয়েছিল, এখনো চলছে। আগামীকাল (১৬ ডিসেম্বর) উৎসব করতে নয়, প্রতিরোধ যাত্রা করব। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ যাত্রা করব।”

সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “শুধু হাদির প্রয়োজনে নয়, বাংলাদেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়েছি। স্বাধীনতা-সার্বভৌমত্বকে ভারতের দালালদের হাতে তুলে দেব না। শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িত সব খুনিকে হস্তান্তর করতে হবে। আমাদের নিরাপত্তার ভয় দেখিয়ে লাভ নেই।”