মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মেসি বিতর্কে শুভশ্রী, থানায় রাজের অভিযোগ

কয়েক দিন আগে কলকাতায় এসেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। ফুটবলের এ জাদুকরের সঙ্গে সাক্ষাৎ করে ছবি তুলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। আর সেই ছবি ফেসবুকে প্রকাশের পর রীতিমতো তোপের মুখে পড়েন তিনি। কেবল তাই নয়, শরীরি গড়ন, পোশাক, পরিবার নিয়েও নোংরা মন্তব্যের শিকার হয়েছেন এই অভিনেত্রী।

শুভশ্রীর বর পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী বিষয়টি নিয়ে গতকাল বক্তব্য দেন। তারপর শুভশ্রীকে নিয়ে নানা চর্চা চলছেই। এ পরিস্থিতিতে সোমবার (১৫ ডিসেম্বর) শুভশ্রীর সঙ্গে ঘটা এসব ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন রাজ। টিটাগড় থানায় অভিযোগটি দায়ের করেছেন এই পরিচালক।

আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে রাজ চক্রবর্তী বলেন, “শুভশ্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়। তাই প্রশাসনের কাছে গেলাম। লিখিত অভিযোগ জানিয়েছি টিটাগড় থানায়। কার বা কাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি, তা এখন প্রকাশ্যে আনতে পারব না। কারণ এতে প্রশাসনের তদন্তে অসুবিধা হবে।”

অভিনেত্রী শুভশ্রীর জন্য কি বাড়তি নিরাপত্তা চেয়েছেন? এমন প্রশ্নের জবাবে রাজ চক্রবর্তী বলেন, “শুভশ্রীর নিরাপত্তার জন্য আমিই যথেষ্ট।”

ক্ষোভ উগড়ে দিয়ে রাজ চক্রবর্তী বলেন, “যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির উপস্থিতিকে ঘিরে যা ঘটেছে তা অবশ্যই নিন্দনীয়। যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও তারকা ফুটবলারকে দেখতে পারেননি, তাদের প্রতি আমার সমবেদনা রয়েছে। কিন্তু যারা ঘরে বসে বিষয়টি নিয়ে অযথা জলঘোলা করছেন, সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়াচ্ছেন, আমার স্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, তাদের প্রতি আমার রাগ, বিরক্তি।”

পশ্চিমবঙ্গে কিছু রাজনীতিবিদের বক্তব্য উল্লেখ করে রাজ চক্রবর্তী বলেন, “কিছু রাজনৈতিক নেতা সরাসরি বলেছেন, ‘শুভশ্রী অভিনেত্রী। ওর মাঠে যাওয়ার দরকার কী ছিল’। এভাবে কাউকে বোধহয় বলা যায় না। তিনি বিশ্বকাপ দেখলে আমিও তো তাকে বলতে পারি, উনি রাজনীতিবিদ, বিশ্বকাপ দেখার কী দরকার? আমি কিন্তু এভাবে বলব না।”

তবে রাজনৈতিক মহলের উস্কানিতেই শুভশ্রীকে এভাবে হেনস্তা করা হচ্ছে বলে দাবি রাজ চক্রবর্তীর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মেসি বিতর্কে শুভশ্রী, থানায় রাজের অভিযোগ

প্রকাশিত সময় : ১০:৪৮:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

কয়েক দিন আগে কলকাতায় এসেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। ফুটবলের এ জাদুকরের সঙ্গে সাক্ষাৎ করে ছবি তুলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। আর সেই ছবি ফেসবুকে প্রকাশের পর রীতিমতো তোপের মুখে পড়েন তিনি। কেবল তাই নয়, শরীরি গড়ন, পোশাক, পরিবার নিয়েও নোংরা মন্তব্যের শিকার হয়েছেন এই অভিনেত্রী।

শুভশ্রীর বর পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী বিষয়টি নিয়ে গতকাল বক্তব্য দেন। তারপর শুভশ্রীকে নিয়ে নানা চর্চা চলছেই। এ পরিস্থিতিতে সোমবার (১৫ ডিসেম্বর) শুভশ্রীর সঙ্গে ঘটা এসব ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন রাজ। টিটাগড় থানায় অভিযোগটি দায়ের করেছেন এই পরিচালক।

আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে রাজ চক্রবর্তী বলেন, “শুভশ্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়। তাই প্রশাসনের কাছে গেলাম। লিখিত অভিযোগ জানিয়েছি টিটাগড় থানায়। কার বা কাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি, তা এখন প্রকাশ্যে আনতে পারব না। কারণ এতে প্রশাসনের তদন্তে অসুবিধা হবে।”

অভিনেত্রী শুভশ্রীর জন্য কি বাড়তি নিরাপত্তা চেয়েছেন? এমন প্রশ্নের জবাবে রাজ চক্রবর্তী বলেন, “শুভশ্রীর নিরাপত্তার জন্য আমিই যথেষ্ট।”

ক্ষোভ উগড়ে দিয়ে রাজ চক্রবর্তী বলেন, “যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির উপস্থিতিকে ঘিরে যা ঘটেছে তা অবশ্যই নিন্দনীয়। যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও তারকা ফুটবলারকে দেখতে পারেননি, তাদের প্রতি আমার সমবেদনা রয়েছে। কিন্তু যারা ঘরে বসে বিষয়টি নিয়ে অযথা জলঘোলা করছেন, সামাজিক মাধ্যমে ঘৃণা ছড়াচ্ছেন, আমার স্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, তাদের প্রতি আমার রাগ, বিরক্তি।”

পশ্চিমবঙ্গে কিছু রাজনীতিবিদের বক্তব্য উল্লেখ করে রাজ চক্রবর্তী বলেন, “কিছু রাজনৈতিক নেতা সরাসরি বলেছেন, ‘শুভশ্রী অভিনেত্রী। ওর মাঠে যাওয়ার দরকার কী ছিল’। এভাবে কাউকে বোধহয় বলা যায় না। তিনি বিশ্বকাপ দেখলে আমিও তো তাকে বলতে পারি, উনি রাজনীতিবিদ, বিশ্বকাপ দেখার কী দরকার? আমি কিন্তু এভাবে বলব না।”

তবে রাজনৈতিক মহলের উস্কানিতেই শুভশ্রীকে এভাবে হেনস্তা করা হচ্ছে বলে দাবি রাজ চক্রবর্তীর।