মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাদিক চাইলেন পদত্যাগ, উপদেষ্টা বললেন দাবি যৌক্তিক

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর উপস্থিতিতেই তার পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল যায়। এ সময় তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিন দফা দাবি তুলে ধরেন।

সাদিক কায়েম বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন না এলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।”

তিনি বলেন, “প্রথম দাবিতে ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং দায়িত্বে গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি তোলা হয়।”

হামলাকে সমর্থন দেওয়া ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে সামাজিকভাবে বর্জনের কথাও বলেন তিনি।

দ্বিতীয় দাবিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করার আহ্বান জানানো হয়। এ সময় সংগঠনের সব স্তরের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের কঠোর অবস্থান প্রত্যাশা করেন সাদিক কায়েম।

তৃতীয় দাবিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কূটনৈতিক অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধে দেওয়া রায় কার্যকর করতে হবে।”

“অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না,” বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক। আমরা এগুলো বাস্তবায়নে কাজ করছি এবং দ্রুত অগ্রগতি নিশ্চিত করা হবে।”

 

হাদির ওপর হামলার সঙ্গে জড়িতরা দেশ ছেড়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, “সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। ওসমান হাদি বর্তমানে অসুস্থ। তার দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সাদিক চাইলেন পদত্যাগ, উপদেষ্টা বললেন দাবি যৌক্তিক

প্রকাশিত সময় : ১০:৪৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর উপস্থিতিতেই তার পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম

সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সাদিক কায়েমের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল যায়। এ সময় তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিন দফা দাবি তুলে ধরেন।

সাদিক কায়েম বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন না এলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।”

তিনি বলেন, “প্রথম দাবিতে ওসমান হাদির ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং দায়িত্বে গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি তোলা হয়।”

হামলাকে সমর্থন দেওয়া ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে সামাজিকভাবে বর্জনের কথাও বলেন তিনি।

দ্বিতীয় দাবিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করার আহ্বান জানানো হয়। এ সময় সংগঠনের সব স্তরের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের কঠোর অবস্থান প্রত্যাশা করেন সাদিক কায়েম।

তৃতীয় দাবিতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কূটনৈতিক অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতাবিরোধী অপরাধে দেওয়া রায় কার্যকর করতে হবে।”

“অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা যাবে না,” বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক। আমরা এগুলো বাস্তবায়নে কাজ করছি এবং দ্রুত অগ্রগতি নিশ্চিত করা হবে।”

 

হাদির ওপর হামলার সঙ্গে জড়িতরা দেশ ছেড়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, “সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। ওসমান হাদি বর্তমানে অসুস্থ। তার দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।”