মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং পবা–মোহনপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। পরে একে একে বিভিন্ন সামাজিক, পেশাজীবী সংগঠন ও সাংবাদিকবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জনের ইতিহাস স্মরণ করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন বিএনপির নেতৃবৃন্দ। বক্তব্য শেষে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুল হক মিলন আগত নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান।
শপথে বলা হয়, মহান বিজয় দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অকুতোভয় সৈনিক হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। একই সঙ্গে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র নস্যাৎ করার অঙ্গীকার করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি ও রাজশাহী-২ সদর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু, জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট শফিকুল ইসলাম মিলন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুনু-অর-রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদাসহ মহানগর ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রায়হান রোহানঃ 






















