মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধে মঙ্গলবার সকালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।
শহীদ বেদীতে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা পুলিশ, বিভিন্ন সংস্থা, সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল পুষ্পাঞ্জলি অর্পন করেন।
মৌলভীবাজার জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, মৌলভীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দ,বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, শরীরচর্চা সোসাইটি, মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতি, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা সমবায় অফিস, সরকারি আইন কর্মকর্তা,ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন,জেলা সাংবাদিক ইউনিয়ন,মৌলভীবাজার জেলা ছাত্রদল,নার্সিং ইন্সটিটিউট,অনলাইন প্রেসক্লাব,বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ইম্পিরিয়েল কলেজ, হোয়াইট পার্ল শিক্ষা পরিবার, মৌলভীবাজার বিআরটিএ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান এবং সরকারি ও আধাসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার প্রেসক্লাব এর পক্ষ থেকে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে সকাল ৬.৩০ ঘটিকার সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল.শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানায়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, সহসভাপতি মওসুফ এ চৌধুরী,যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ মহসীন,মৌলভীবাজার প্রেসক্লাব এর সদস্য আকমল হোসেন নিপু,মসুদ আহমদ,জুলফিকার আলী ভুট্রো, রোমান আহমদ,অলী আহমদ,পায়েল আহমদ, দেওয়ান মোনাকিব চৌধুরী,হুমায়ুন রহমান বাপ্পী, চৌধুরী মো: মিরাজ প্রমুখ।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























