হলিউডের এ সময়ের চর্চিত নাম সিডনি সুইনি। নভেম্বরে তিনি খবরের শিরোনামে ছিলেন ‘ক্রিস্টি’ ছবির সুবাদে। এক মাসের ব্যবধানে নতুন ছবি নিয়ে হাজির সুদর্শনা এই অভিনেত্রী। গতকাল মুক্তি পেয়েছে ‘দ্য হাউসমেইড’।
থ্রিলার ছবিটিতে এক গৃহপরিচারিকার চরিত্রে আছেন তিনি।
মুক্তির পর সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে ছবিটি। কেউ প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে, তো কেউ নাখোশ। একদিকে ছবিতে রয়েছে গ্ল্যামারের উপস্থিতি, সেই সঙ্গে আছে রহস্য-রোমাঞ্চের টান টান উত্তেজনা।
পল ফেইগের ছবিটি তাই দোটানায় ফেলে দিচ্ছে সমালোচকদের। ছবিতে ‘অতিরিক্ত চাতুর্য’ ও ‘বাড়াবাড়ি’ করা হয়েছে বলেও মত অনেকের। এখান থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে, ছবিটি গত্বাঁধা পন্থায় নির্মাণ করা হয়নি।
‘দ্য গার্ডিয়ান’-এর সমালোচক পিটার ব্র্যাডশ ছবিটির প্রেক্ষাপট এবং অভিনয়শিল্পীদের প্রশংসা করেছেন।
তাঁর মতে, ‘এখানে আমরা দারুণ অভিনয় এবং মোড় ঘোরানো সব দৃশ্য দেখতে পাই। ছবির চরিত্র মিলি [সিডনি সুইনি] যখন বুঝতে পারে না আসলে কী ঘটছে, তখন এক ধরনের মানসিক বিভ্রান্তি তৈরি হয়, যা বেশ উপভোগ্য।’
ভ্যারাইটি ম্যাগাজিনের রিভিউতে ‘দ্য হাউসমেইড’ সম্পর্কে বলা হয়েছে, এটি ‘শয়তানি বুদ্ধিতে ভরপুর!’ অন্যদিকে ডেডলাইনের রিভিউ বলছে, এটি যেন কোনো উপন্যাসের অদ্ভুত রূপান্তর, যেটা শেষ দৃশ্য পর্যন্ত কৌতূহল ধরে রাখে।
ছবিটিতে সিডনি সুইনির সঙ্গে আরো আছেন আমান্ডা সাইফ্রেড, ব্র্যান্ডন স্ক্লেনার, মিশেল মরোন প্রমুখ। এটি পরিবেশন করছে বিখ্যাত কম্পানি লায়ন্সগেট।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 






















