ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলনে করেন ছাত্র-জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে অবস্থান কর্মসূচি শুরু হয়, যা রাত পেরিয়ে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত অব্যাহত রয়েছে। ভোরের আলো ফুটতেই শাহবাগ এলাকায় ছাত্র-জনতার উপস্থিতি ধীরে ধীরে বাড়তে থাকে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার পরও শাহবাগ মোড়ে বিক্ষোভ চলতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড় সম্পূর্ণ অবরোধ করে রাখা হয়েছে। রাতের তুলনায় ভোরে বিক্ষোভকারীর সংখ্যা কিছুটা কম থাকলেও দিনের আলো বাড়ার সঙ্গে সঙ্গে লোকসমাগম আবার বাড়তে শুরু করেছে।
বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এর মধ্যে রয়েছে; ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদী-আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















