শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মারা যান। তিনি গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসা নিচ্ছিলেন। গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবিদ্ধ হন তিনি।
হাদি ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের কথা ভাবছিলেন। শোকবার্তায় মার্কিন দূতাবাস তার প্রয়াণকে বাংলাদেশের রাজনৈতিক ও তরুণ নেতৃত্বের জন্য একটি বিশাল ক্ষতি হিসেবে উল্লেখ করেছে।
জানা গেছে, হাদির মৃত্যু দেশব্যাপী তরুণ রাজনৈতিক নেতা ও সাধারণ জনগণের মধ্যে শোক ও নিন্দার প্রতিফলন সৃষ্টি করেছে। মার্কিন দূতাবাসের এই শোকপ্রকাশের মাধ্যমে হাদির পরিবার ও সমর্থকদের প্রতি আন্তর্জাতিক স্তরের সমবেদনা জানানো হলো।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















