শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ, সাবেক আ.লীগ নেতার মৃত্যু

ময়মনসিংহে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত কাজী মঞ্জুর মোর্শেদ রাজু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকার বাসায় পুলিশ অভিযানে গেলে ছাদ থেকে পড়ে আহত হন তিনি।

কাজী মঞ্জুর মোর্শেদ রাজুর ভাই কাজী শিপলু বলেন, “গতকাল সন্ধ্যায় কোতোয়ালী থানা পুলিশ আমার ভাইকে গ্রেপ্তারে অভিযান চালায়। পুলিশ আমাদের বাসার এসে গেইট খুলতে বলে। পরে আমার ভাই রাজু বিষয়টি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে দোতলার ছাদ থেকে লাফ দেন। পড়ার সময় বেলকনিতে মাথায় আঘাত লাগে। এতে রাজু গুরুতর আহত হয়। পুলিশ চলে গেলে আশপাশের লোকজন রাজুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজুকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে আইসিইউতে রাখেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ৩টায় তাকে মৃত ঘোষণা করা হয়।’’

রাজুর স্ত্রী সাথী জানান, গত ৮-১০ বছর ধরে রাজু রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে রাজনীতি থেকে সরে আসে। তার নামে কোনো মামলাও নেই। ৫ অগাস্টের পর সে স্বাভাবিক জীবনযাপন করছিল।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, “পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে কাজী মঞ্জুর মোর্শেদ রাজুর বাসায় অভিযান পরিচালনা করা হয়। ওই বাসার কলাপসিবল গেইটে পুলিশ নক করে। তবে, কেউ গেইট না খুলায় পুলিশ ফিরে আসে। পরে সেখানে কী হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ, সাবেক আ.লীগ নেতার মৃত্যু

প্রকাশিত সময় : ১০:৫১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে পড়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ৩টার দিকে ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত কাজী মঞ্জুর মোর্শেদ রাজু ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর বাঘমারা এলাকার বাসায় পুলিশ অভিযানে গেলে ছাদ থেকে পড়ে আহত হন তিনি।

কাজী মঞ্জুর মোর্শেদ রাজুর ভাই কাজী শিপলু বলেন, “গতকাল সন্ধ্যায় কোতোয়ালী থানা পুলিশ আমার ভাইকে গ্রেপ্তারে অভিযান চালায়। পুলিশ আমাদের বাসার এসে গেইট খুলতে বলে। পরে আমার ভাই রাজু বিষয়টি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে দোতলার ছাদ থেকে লাফ দেন। পড়ার সময় বেলকনিতে মাথায় আঘাত লাগে। এতে রাজু গুরুতর আহত হয়। পুলিশ চলে গেলে আশপাশের লোকজন রাজুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাজুকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে আইসিইউতে রাখেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ৩টায় তাকে মৃত ঘোষণা করা হয়।’’

রাজুর স্ত্রী সাথী জানান, গত ৮-১০ বছর ধরে রাজু রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে রাজনীতি থেকে সরে আসে। তার নামে কোনো মামলাও নেই। ৫ অগাস্টের পর সে স্বাভাবিক জীবনযাপন করছিল।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন বলেন, “পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে কাজী মঞ্জুর মোর্শেদ রাজুর বাসায় অভিযান পরিচালনা করা হয়। ওই বাসার কলাপসিবল গেইটে পুলিশ নক করে। তবে, কেউ গেইট না খুলায় পুলিশ ফিরে আসে। পরে সেখানে কী হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই।”