বনলতা এক্সপ্রেস’-এর যাত্রী হয়েছেন। কেমন লাগছে?
অন্য রকম ভালো লাগা কাজ করছে। আজ থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে আমার অংশের শুটিং। ছবিটির জন্য কয়েক দিন ধরে প্রস্তুতি নিচ্ছি।
যদিও ১৯ ডিসেম্বর থেকে আমার শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুই দিন পিছিয়ে আজ হবে। ছবিতে আমার চরিত্রটির নাম রুবী। সে বিশেষ কারণে রাজশাহীর উদ্দেশে যাওয়ার জন্যই ‘বনলতা এক্সপ্রেস’-এ ওঠে।
ছবিটিতে যুক্ত হলেন কিভাবে?
মনে হয় অক্টোবর মাসে প্রথম ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’য়ে ছবিটির ঘোষণা আসে। তখনই জেনেছিলাম, অনেক চরিত্র থাকবে। তা ছাড়া এক ডজন তারকা শিল্পী ছবিটিতে অভিনয় করবেন। মনে হয়েছিল, যদি আমিও এই যাত্রায় যাত্রী হতে পারতাম! ঠিক এর এক সপ্তাহ পর তানিম নূর আংকেলের ইউনিট থেকে ফোন এলো।
আগে থেকেই আংকেল আমাকে চিনতেন। তবে একসঙ্গে কোনো কাজ হয়নি। আমি ওনার অফিসে গেলাম। কিন্তু গিয়েই চুক্তিবদ্ধ হলাম এমন নয় কিন্তু! আমাকে রীতিমতো অডিশন দিতে হয়েছে, তবেই সুযোগ পেয়েছি।
এত এত তারকা শিল্পীর সঙ্গে অভিনয় করবেন।
চাপ অনুভব করছেন?
একটা ভয় তো থেকেই যায়। তবু নিজেকে শান্ত করেছি এই ভেবে, সবাই গুণী শিল্পী। তাঁদের সঙ্গে কাজ করতে পারলে অনেক কিছু শিখতেও পারব। এর আগে চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার ও সাবিলা নূর আপুদের সঙ্গে কাজ করেছি। তবে মোশাররফ করিম বা জাকিয়া বারী মম আপুদের সঙ্গে এবারই প্রথম কাজ হবে। অভিজ্ঞতাটা দারুণ হবে বলে মনে হচ্ছে।
তানিম নূরের আগের ছবি ‘উৎসব’ দেখেছিলেন?
হ্যাঁ। ঈদের সময় হলে গিয়েই ছবিটি দেখেছিলাম। একটি সাধারণ গল্পের অসাধারণ চিত্রনাট্য ও নির্মাণ। সংলাপগুলো যেমন কানের আরাম দিয়েছে তেমন চোখের আরাম দিয়েছে চিত্রায়ণ। তখনই তানিম আংকেলকে শুভ কামনা জানিয়েছিলাম। তবে দিন যত এগিয়েছে ততই ছবিটির প্রতি দর্শকের আগ্রহ দেখে অবাক হয়েছিলাম। সত্যি বলতে, আমি কেন অনেকেই ছবিটির আকাশছোঁয়া এমন সাফল্য ভাবতে পারেননি। সবাইকে তাক লাগিয়ে ব্যবসা করেছে ছবিটি।
‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে কতটা আশাবাদী?
আমি শতভাগ আশাবাদী। পুরো গল্প শুনেছি। আর তানিম আংকেলের নির্মাণ সম্পর্কে অনেকেই জানে। গল্পটা জাস্ট পর্দায় আসতে দিন, এবার ঈদেও দেখবেন ছবিটির জয়জয়কার।
নাটকে খুব কম দেখা যাচ্ছে…
আমার অ্যাডমিশন চলছিল। পড়াশোনার চাপ ছিল অনেক। তিন মাস কোনো কাজ হাতে নিতে পারিনি। এ মাসেই বিরতি ভাঙলাম। ‘একজন খারাপ মানুষের খোঁজে’ নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। সেটি ইউটিউবে প্রকাশিতও হয়েছে। বেশ সাড়াও পড়েছে। ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিং শেষ করে নতুন নাটক হাতে নেব। এমনিতে গতানুগতিক নাটক খুব কম করি। ঈদ সামনে রেখে ভালো গল্পের কয়েকটি নাটক হাতে নেব।
নতুন আর কোনো ছবি হাতে নিয়েছেন?
একটা সরকারি অনুদানের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ‘মসলিন’ নামের ছবিটি আমাদের ঐতিহ্য মসলিন কাপড়ের ওপর। ঈদের পর শুটিং শুরু হবে। ছবির গল্প ২০০ বছর আগের। ফলে আমাদের প্রস্তুতি নিতে সময় লাগছে। এর মধ্যে ফটোশুট করেছি। লুক টেস্ট শুরু হবে আগামী মাসে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























