সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অ্যাভাটারে গান গেয়ে যে সম্মান পাচ্ছেন মার্কিন সংগীতশিল্পী মাইলি সাইরাস

বিখ্যাত মার্কিন অভিনেত্রী, গীতিকার ও সংগীতশিল্পী মাইলি সাইরাস ডিজনি চ্যানেল সিরিজ ‘হানা মন্টানা’-এর মাধ্যমে তারকাখ্যাতি লাভ করেন এবং পরে একজন সফল সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। জেমস ক্যামেরনের বহুল আলোচিত কল্পবিজ্ঞানধর্মী সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ -এ ব্যবহৃত গান ‘ড্রিম অ্যাজ ওয়ান’র জন্য দেওয়া হচ্ছে অসাধারণ শিল্পীসত্তা অর্জন সম্মাননা এ জনপ্রিয় এ সংগীতশিল্পীকে।

পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসব আগামী ২ থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উৎসবের ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাইলি সাইরাসের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। মাইল ছাড়াও এ আসরে আরও যারা সম্মাননা পাচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন টিমোথি শ্যালামে, মাইকেল বি জর্ডান, রোজ বার্ন, লিওনার্দো ডিক্যাপ্রিও, ইথান হক, কেট হাডসন, অ্যাডাম স্যান্ডলার, আমান্ডা সাইফ্রেডসহ বিশ্ব চলচ্চিত্রের বহু তারকা ও নির্মাতা।

‘ড্রিম অ্যাজ ওয়ান’ গানটি মাইলি সাইরাস নিজে সহলেখক হিসেবে লিখেছেন। তার সঙ্গে ছিলেন অ্যান্ড্রু ওয়াট, মার্ক রনসন ও সাইমন ফ্র্যাংলেন। নতুন অ্যাভাটার সিনেমায় প্যান্ডোরার জগতে দর্শকদের নিয়ে গেছে এক নতুন ও গভীর আবেগঘন অভিযানে। সেখানে গানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান নাছাত্তার সিং চাঁদি এক বিবৃতিতে বলেছেন, ‘মাইলি সাইরাস এমন একজন সংগীতশিল্পী, যার আলাদা করে পরিচয়ের প্রয়োজন নেই। তিনি যা করেন, তাতেই শক্তিশালী উপস্থিতি রাখেন। ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার গান ‘ড্রিম অ্যাজ ওয়ান’ ইতোমধ্যে বিশ্বজুড়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাকে এ সম্মাননা দিতে পেরে আমরা আনন্দিত।’

উল্লেখ্য, সংগীতশিল্পী মাইলি সাইরাসের কাজের মধ্যে রয়েছে ‘Bangerz’, ‘Endless Summer Vacation’-এর মতো সফল অ্যালবাম এবং ‘Flowers’ ও ‘Party in the U.S.A.’-এর মতো হিট গান, যা তাকে গ্র্যামি পুরস্কারও এনে দিয়েছে। কান্ট্রি গায়ক বিলি রে সাইরাস তার বাবা এবং তিনি তার ব্যতিক্রমী কণ্ঠ ও শৈলীর জন্য পরিচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অ্যাভাটারে গান গেয়ে যে সম্মান পাচ্ছেন মার্কিন সংগীতশিল্পী মাইলি সাইরাস

প্রকাশিত সময় : ০৪:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

বিখ্যাত মার্কিন অভিনেত্রী, গীতিকার ও সংগীতশিল্পী মাইলি সাইরাস ডিজনি চ্যানেল সিরিজ ‘হানা মন্টানা’-এর মাধ্যমে তারকাখ্যাতি লাভ করেন এবং পরে একজন সফল সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। জেমস ক্যামেরনের বহুল আলোচিত কল্পবিজ্ঞানধর্মী সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ -এ ব্যবহৃত গান ‘ড্রিম অ্যাজ ওয়ান’র জন্য দেওয়া হচ্ছে অসাধারণ শিল্পীসত্তা অর্জন সম্মাননা এ জনপ্রিয় এ সংগীতশিল্পীকে।

পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসব আগামী ২ থেকে ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উৎসবের ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাইলি সাইরাসের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে। মাইল ছাড়াও এ আসরে আরও যারা সম্মাননা পাচ্ছেন, তাদের মধ্যে রয়েছেন টিমোথি শ্যালামে, মাইকেল বি জর্ডান, রোজ বার্ন, লিওনার্দো ডিক্যাপ্রিও, ইথান হক, কেট হাডসন, অ্যাডাম স্যান্ডলার, আমান্ডা সাইফ্রেডসহ বিশ্ব চলচ্চিত্রের বহু তারকা ও নির্মাতা।

‘ড্রিম অ্যাজ ওয়ান’ গানটি মাইলি সাইরাস নিজে সহলেখক হিসেবে লিখেছেন। তার সঙ্গে ছিলেন অ্যান্ড্রু ওয়াট, মার্ক রনসন ও সাইমন ফ্র্যাংলেন। নতুন অ্যাভাটার সিনেমায় প্যান্ডোরার জগতে দর্শকদের নিয়ে গেছে এক নতুন ও গভীর আবেগঘন অভিযানে। সেখানে গানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান নাছাত্তার সিং চাঁদি এক বিবৃতিতে বলেছেন, ‘মাইলি সাইরাস এমন একজন সংগীতশিল্পী, যার আলাদা করে পরিচয়ের প্রয়োজন নেই। তিনি যা করেন, তাতেই শক্তিশালী উপস্থিতি রাখেন। ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার গান ‘ড্রিম অ্যাজ ওয়ান’ ইতোমধ্যে বিশ্বজুড়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাকে এ সম্মাননা দিতে পেরে আমরা আনন্দিত।’

উল্লেখ্য, সংগীতশিল্পী মাইলি সাইরাসের কাজের মধ্যে রয়েছে ‘Bangerz’, ‘Endless Summer Vacation’-এর মতো সফল অ্যালবাম এবং ‘Flowers’ ও ‘Party in the U.S.A.’-এর মতো হিট গান, যা তাকে গ্র্যামি পুরস্কারও এনে দিয়েছে। কান্ট্রি গায়ক বিলি রে সাইরাস তার বাবা এবং তিনি তার ব্যতিক্রমী কণ্ঠ ও শৈলীর জন্য পরিচিত।