জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪টায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও রাজশাহী বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামান কাদরী।
এতে বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন রাজশাহী মহানগরের ছাত্রনেতা ফারদিন হাসান রঙ্গন, রাষ্ট্র সংস্কার নারী আন্দোলন রাজশাহী মহানগরের নারী নেত্রী সুফিয়া রওশন, বেলাল হোসেন এবং কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ঈশিতা ইয়াসমিন।
সভায় বক্তারা বলেন, জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের চলমান অরাজকতা, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই বহন করতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সকল জুলাই যোদ্ধাকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন জোরদার করতে হবে।

রায়হান রোহানঃ 
























