রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে ফুটেজখোর আখ্যা দিয়ে ৩০ মিনিটের আল্টিমেটাম দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে রাকসু জিএসকে নিয়ে এই মন্তব্য করা হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ছাত্রদল মাত্র ৩০ মিনিটে ফুটেজখোর আম্মারকে ক্যাম্পাস থেকে বের করে দিতে সক্ষম।

রায়হান রোহানঃ 

























