খুলনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠনের বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জেলা যুবশক্তির সদস্যসচিব তনিমা তন্বীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর টুটপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে নগরীর সোনাডাঙ্গার আল আকসা মসজিদ রোডের ১০৯ নম্বর মুক্তা হাউজের নিচতলায় তন্বীর বাসায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। ঘটনার পর পুলিশ ওই বাসা থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ও মদের বোতল উদ্ধার করেছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























